জেনারেল কাস্টদের জন্য সুখবর, চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণ চালুর উদ্যোগ

নয়াদিল্লি: উচ্চবর্ণের গরিবদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ বিল আনতে চলেছে সরকার৷ মঙ্গলবার লোকসভায় এই বিল পেশ করা হতে পারে৷মূলত আর্থিকভাবে দুর্বল উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে৷ সরকার এ জন্য সংবিধান সংশোধনের লক্ষ্যে একটি বিল আনছে৷ সংসদের শীতকালীন অধিবেশনের শেষদিন পেশ করা হবে বলে খবর। চাকরির ক্ষেত্রে সংরক্ষণের আওতায় আসবে আর্থিকভাবে পিছিয়ে পড়া

জেনারেল কাস্টদের জন্য সুখবর, চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণ চালুর উদ্যোগ

নয়াদিল্লি: উচ্চবর্ণের গরিবদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ বিল আনতে চলেছে সরকার৷ মঙ্গলবার লোকসভায় এই বিল পেশ করা হতে পারে৷মূলত আর্থিকভাবে দুর্বল উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে৷ সরকার এ জন্য সংবিধান সংশোধনের লক্ষ্যে একটি বিল আনছে৷ সংসদের শীতকালীন অধিবেশনের শেষদিন পেশ করা হবে বলে খবর।

চাকরির ক্ষেত্রে সংরক্ষণের আওতায় আসবে আর্থিকভাবে পিছিয়ে পড়া সব শ্রেণির মানুষ। তাঁদের মধ্যে থাকতে পারেন উচ্চবর্ণরাও। তাঁদের আয় বছরে ৮ লক্ষের নিচে থাকতে হবে৷ উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রেও এই সংরক্ষণের সুবিধে পাওয়া যাবে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে৷ সংবিধানের ১৫ ও ১৬ ধারা সংশোধন করতে হবে। এই মুহূর্তে চাকরি ক্ষেত্রে ৫০ শতাংশ সংরক্ষণ রয়েছে, তার উপরে আরও ১০ শতাংশ সংরক্ষণ আনা হবে বলে জানা গিয়েছে৷

সূত্রের খবর, নয়া এই নির্দেশ কার্যকর করতে সংবিধানের ১৫ ও ১৬ ধারা সংশোধন করতে হবে।নানা সম্প্রদায়ের দাবি, অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায় বা ওবিসিরা ২৭ শতাংশ সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুবিধা পান, এবার তাদেরও ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করে এই সুবিধা দেওয়া হোক।

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =