সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, নয়া বিল আনছে রাজ্য সরকার

কলকাতা: রাজ্যে কর্মরত প্রায় দেড় লক্ষ সিভিক ভলান্টিয়ারকে সুখবর দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার৷ সোমবার থেকে শুরু হওয়া রাজ্য বিধানসভা অধিবেশনে সিভিক ভলান্টিয়ার২০১৯ নয়া বিল আনতে চলেছে রাজ্য সরকার৷ সিভিক ভলান্টিয়ারদের কর্মসংস্থানে বিষয়টি সুনিশ্চিত করতে এই বিল আনা হচ্ছে বলে জানা গিয়েছে৷ নয়া এই বিলে সিভিক ভলান্টিয়ারদের আর্থিক নিরাপত্তার দিকটিও বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে বলে

সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, নয়া বিল আনছে রাজ্য সরকার

কলকাতা: রাজ্যে কর্মরত প্রায় দেড় লক্ষ সিভিক ভলান্টিয়ারকে সুখবর দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার৷ সোমবার থেকে শুরু হওয়া রাজ্য বিধানসভা অধিবেশনে সিভিক ভলান্টিয়ার২০১৯ নয়া বিল আনতে চলেছে রাজ্য সরকার৷ সিভিক ভলান্টিয়ারদের কর্মসংস্থানে বিষয়টি সুনিশ্চিত করতে এই বিল আনা হচ্ছে বলে জানা গিয়েছে৷

নয়া এই বিলে সিভিক ভলান্টিয়ারদের আর্থিক নিরাপত্তার দিকটিও বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে বলে খবর৷ নয়া এই বিল বিধানসভায় পাস হয়ে গেলে রাজ্যপালের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটি পাঠানো হবে৷ রাজ্যপাল স্বাক্ষর করলেই নয়া এই বিল আইনে রূপান্তরিত হবে৷ সিভিক ভলান্টিয়ার বিল ২০১৯ কার্যকর হলে উপকৃত হবেন কর্মরত প্রায় দেড় লক্ষের বেশি পুলিশ কর্মী৷

জানা গিয়েছে, সিভিক ভলান্টিয়ারদের কর্মসংস্থান ও আর্থিক বিষয়টি গুরুত্ব দিয়ে এই বিলটি আনা হচ্ছে বলে খবর৷ ২০১১ সালে ক্ষমতায় আসার পর বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে সিভিক ভলান্টিয়ার পদ তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রথমে এর নাম সিভিক পুলিশ দেওয়া হলেও পরে আইনি জটিলতা দেখা দেওয়ায় পুলিশ শব্দটি তুলে দিয়ে ভলান্টিয়ার শব্দটি যোগ করা হয়৷ প্রথম ধাপে জঙ্গলমহলে প্রায় ১০ হাজার সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছিল৷ এরপর ধাপে ধাপে গোটা রাজ্যজুড়ে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়৷ যদিও এই নিয়োগ নিয়ে আদালতে বড়সড় ধাক্কা খেতে হয়েছিল রাজ্যকে৷ সিভিক ভলান্টিয়ার নিয়োগ প্রক্রিয়া উঠেছিল প্রশ্ন৷ তবে সেই জট কাটিয়ে এবার বিধানসভায় নয়া বিল পাস করাতে চলেছে রাজ্য সরকার৷

যদিও সংখ্যাগরিষ্ঠতার নিরিখে এই বিল পাস করাতে খুব বেশি মাথা খাওয়াতে হবে না রাজ্য সরকারকে৷ বিলটি বিধানসভায় পাশ হয়ে গেলেই রাজ্যপালের কাছে পাঠানো হবে৷ চূড়ান্ত অনুমোদনের জন্য রাজ্যপাল স্বাক্ষর করলেই পরিণত হবে আইন৷ নয়া ব্যবস্থা কার্যকর হলে দেড় লক্ষের বেশি সিভিক ভলেন্টিয়ার উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে৷

যদিও সিভিক ভলান্টিয়ারদের জন্য আগেই মুখ্যমন্ত্রী দরাজ ঘোষণা করেছিলেন৷ সম্প্রতি প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার৷ তাঁদের পারফরম্যান্স রিভিউ করা হবে৷ তারই ভিত্তিতে পরবর্তী পদোন্নতির ব্যবস্থা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই সিভিক ভলান্টিয়াররা রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগে সংরক্ষণ পান৷ এবার নয়া বিল কার্যকর হলে আর্থিকভাবে বেশ খানিকটা সুরক্ষিত হবেন বলেই মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − nine =