রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, কল্পতরু অর্থ দপ্তর

কলকাতা: মহার্ঘ ভাতা ও ষষ্ঠ বেতন কমিশনের চালুর দাবিতে যখন সরকারি কর্মী মহলে তীব্র অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে, ঠিক তখন চুক্তির ভিত্তিতে নিযুক্ত কর্মীদের স্থায়ী কর্মী পদে উত্তীর্ণ করতে চলেছে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই নির্দেশিকাও জারি করেছে অর্থ দপ্তর৷ অর্থ দপ্তর জানিয়েছে, যে কর্মীদের কোনও উদ্দেশ্যে একসময় নিযুক্ত করা হয়েছিল, তাঁদের চাকরি থাকবে এমন পরিস্থিতি

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, কল্পতরু অর্থ দপ্তর

কলকাতা: মহার্ঘ ভাতা ও ষষ্ঠ বেতন কমিশনের চালুর দাবিতে যখন সরকারি কর্মী মহলে তীব্র অসন্তোষ দানা  বাঁধতে শুরু করেছে, ঠিক তখন চুক্তির ভিত্তিতে নিযুক্ত কর্মীদের স্থায়ী কর্মী পদে উত্তীর্ণ করতে চলেছে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই নির্দেশিকাও জারি করেছে অর্থ দপ্তর৷

অর্থ দপ্তর জানিয়েছে, যে কর্মীদের কোনও উদ্দেশ্যে একসময় নিযুক্ত করা হয়েছিল, তাঁদের চাকরি থাকবে এমন পরিস্থিতি থাকলে তাঁদের এইচআরএমএস ব্যবস্থার মাধ্যমে বেতন দেওয়া যাবে৷ এর মধ্যে দৈনিক মজুরি ও চুক্তিভিত্তিক কর্মী ছাড়াও আরও দুই শ্রেণীর কর্মীর কথা উল্লেখ করা হয়েছে৷

২০১১ সালের সেপ্টেম্বর মাসে অর্থ দপ্তর কিছু অস্থায়ী কর্মীর চাকরির মেয়াদ ৬০ বছর পর্যন্ত করে দিয়েছিল৷ তাঁদের নির্দিষ্ট বেতন, ছুটি, অবসরের পর এককালীন টাকা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে৷ বামফ্রন্ট সরকারের আমলে সরকারি নিয়ম মেনে নিযুক্ত অস্থায়ী কর্মীদের একাংশকেও এর আওতায় আনা হয়৷ পরবর্তীকালে এই ধরনের কর্মীদের বেতন, অবসরকালীন প্রাপ্য বেড়েছে৷ চুক্তি ভিত্তিক গ্রুপ-ডি কর্মীদের প্রারম্ভিক বেতন প্রথমে ৬৭০০ টাকা ছিল৷ তা বেড়ে এখন প্রায় ১২ হাজার টাকা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 5 =