GOOD NEWS: স্কিল ইন্ডিয়ার মাধ্যমে আপনিও হতে পারেন আত্মনির্ভর! কীভাবে জানানু?

GOOD NEWS: স্কিল ইন্ডিয়ার মাধ্যমে আপনিও হতে পারেন আত্মনির্ভর! কীভাবে জানানু?

 

নয়াদিল্লি: দক্ষতা থেকে নিপুনতা বর্তমানে পৌঁছেছে এক নতুন উচ্চতায়৷ তবে তা সম্ভব হয়েছে কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়া মিশনের হাত ধরে৷ এই মিশনের দ্বারাই আত্মনির্ভর হয়ে উঠছে যুব সম্প্রদায়৷ ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধন করেছিল৷ এই কর্মসূচীর মূল উদ্দেশ্য ছিল শিল্প সংস্থাগুলির চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে যুব সম্প্রদায়ের দক্ষ করে তোলা৷

কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচীর ফলে ৫ কোটি ৫২ লক্ষ যুবক যুবতীকে সুপ্রশিক্ষণের মাধ্যমে এই কাজে দক্ষ করে তোলা হয়েছে৷ প্রধানমন্ত্রীর স্কিল ইন্ডিয়া কর্মসূচী সেইসব যুবক-যুবতীদের জন্য যাদের এধরণের প্রশিক্ষণের ক্ষমতা বহন করার ক্ষমতা নেই৷ অর্থাৎ যারা আর্থিকভাবে দুর্বল৷ ২০১৪ সালে এই মিশনে ৭০ লক্ষ প্রশিক্ষিত যুবক যুবতী ছিলেন৷ এখন প্রতিবছর প্রায় ১ কোটি যুবক যুবতী এই স্কিল ইন্ডিয়া মিশনে যোগ দিচ্ছেন৷

জানা গিয়েছে, গত ৫ বছরে প্রায় ৫ কোটিরও বেশি যুবক যুবতী কেন্দ্রের এই মিশনে যোগ দিয়েছেন৷ কেন্দ্রীয় সরকার দক্ষতা উন্নয়ন ও শিল্পমন্ত্রক গঠন করেছে৷ এই মন্ত্রক অন্যান্য মন্ত্রকগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করে স্কিল ইন্ডিয়া কর্মসূচীর বিভিন্ন উদ্যোগের সুষ্ঠ রূপায়নের জন্য৷ স্কিল ইন্ডিয়া কর্মসূচীর আওতায় সুবিধা গ্রহণের জন্য আবেদনকারীরা তাঁদের বিস্তারিত বিবরণ দিয়ে http://pmkvyofficial.org ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে পারেন৷ এই কর্মসূচীতে নাম নথিভুক্ত হওয়ার পর আবেদিনকারীকে ৪০টি কারিগরি ক্ষেত্রের তালিকার মধ্যে একটি পছন্দ করতে হবে৷ সেই ক্ষেত্রে প্রশিক্ষণ চলার পর প্রার্থীকে শংসাপত্র দেওয়া হয়৷ এভাবেই প্রতিবছর বহু দরিদ্র যুবক-যুবতীরা নাম নথিভুক্ত করে সরকারের স্কিল ইন্ডিয়া মিশনে৷

এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, এই কর্মসূচীর মাধ্যমে শুধুমাত্র যুবক-যুবতীদের দক্ষতার মনোন্নয়নই নয় তাদের দক্ষতার জ্ঞানকে আরও বাড়ানো এর উদ্দেশ্য৷ এই কর্মসূচীর হাত ধরে ৩৪ লক্ষ যুবক-যুবতীকে ঋণ সহায়তাও দেওয়া হয়েছে৷ বিভিন্ন রাজ্যে এই কর্মসূচী রূপায়িত হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *