স্কুল শিক্ষকদের জন্য সুখবর, বেতন সুরক্ষার বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের

কলকাতা: কলেজ ও স্কুল শিক্ষকদের জন্য বড় ঘোষণা করল শিক্ষা দপ্তর৷ শিক্ষকদের দীর্ঘ লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার পর অবশেষে শিক্ষকদের জন্য পে প্রোটেকশন বিজ্ঞপ্তি জারি করল বিকাশ ভবন৷ শিক্ষা দপ্তরের তরফে পে প্রোটেকশনের বিজ্ঞপ্তির জেরে এখন থেকে একটি প্রতিষ্ঠান থেকে আরেকটি প্রতিষ্ঠান যোগ দেওয়ার জন্য শিক্ষকদের বেতনে কোনও প্রভাব পড়বে না৷ প্রতিষ্ঠান পরিবর্তন করলেও শেষ

স্কুল শিক্ষকদের জন্য সুখবর, বেতন সুরক্ষার বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের

কলকাতা: কলেজ ও স্কুল শিক্ষকদের জন্য বড় ঘোষণা করল শিক্ষা দপ্তর৷ শিক্ষকদের দীর্ঘ লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার পর অবশেষে শিক্ষকদের জন্য পে প্রোটেকশন বিজ্ঞপ্তি জারি করল বিকাশ ভবন৷

শিক্ষা দপ্তরের তরফে পে প্রোটেকশনের বিজ্ঞপ্তির জেরে এখন থেকে একটি প্রতিষ্ঠান থেকে আরেকটি প্রতিষ্ঠান যোগ দেওয়ার জন্য শিক্ষকদের বেতনে কোনও প্রভাব পড়বে না৷ প্রতিষ্ঠান পরিবর্তন করলেও শেষ মাসের বেতনই পাবেন শিক্ষক৷ ফলে, আর্থিক লোকসান হওয়ার কোনও আশঙ্কা আর থাকছে না৷ শিক্ষকের জন্য পে প্রোটেকশনের সরকারি বিজ্ঞপ্তি জারি হওয়ায় বেশ খানিকটা সন্তুষ্ট শিক্ষকদের একাংশ৷ জানানো হয়েছে, ২০০৮ সালের ১ এপ্রিল থেকে এই পে প্রোটেকশন কার্যকর হবে৷ বিশেষ বিশেষ ক্ষেত্রে ২০০৬ সালের পয়লা জানুয়ারি থেকে নোশনাল এফেক্ট হিসেবেও তা কার্যকর করার কথা বলা হয়েছে৷

এর আগে স্কুল শিক্ষা দপ্তরের তরফে ৬ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকদের পে প্রোটেকশনের আওতায় আনা হয়৷ এর আগে গত পয়লা আগস্ট পে প্রোটেকশনের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ১ আগস্ট যাঁদের বয়স ৪০ বছর বা তার কম সেই সমস্ত গ্র্যাজুয়েট শিক্ষক পে প্রোটেকশনের সুবিধা পাবেন৷ সংরক্ষিত শ্রেণিভুক্ত শিক্ষকরাও বয়সের ছাড় পাবেন৷ ফলে বাড়ির কাছাকাছি স্কুল পাওয়ার জন্য শিক্ষকরা আরএলএসটিতে বসে সফল হয়ে নতুন জায়গায় যোগ দিলে পে প্রোটেকশন পাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *