স্কুল শিক্ষকদের জন্য সুখবর, পে ফিক্সেশনের নয়া বিজ্ঞপ্তি

শিক্ষক-শিক্ষিকাদের পে ফিক্সেশনের জন্য পদক্ষেপ নিতে স্কুল গুলিকে চিঠি পাঠালো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর৷ চিঠিতে রোপা ২০১৯-এর সংশোধিত বেতন কাঠামো অনুসারে নির্ধারিত অপশনগুলি ভালো করে পড়ে, সঠিকভাবে পূরণ করার জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের আবেদন জানানো হয়েছে৷ পাশাপাশি ফর্মে একবার অপশন দেওয়া হয়ে গেলে সেখানে কোনো পরিবর্তন করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে৷ যদিও

স্কুল শিক্ষকদের জন্য সুখবর, পে ফিক্সেশনের নয়া বিজ্ঞপ্তি

শিক্ষক-শিক্ষিকাদের পে ফিক্সেশনের জন্য পদক্ষেপ নিতে স্কুল গুলিকে চিঠি পাঠালো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর৷ চিঠিতে রোপা ২০১৯-এর সংশোধিত বেতন কাঠামো অনুসারে নির্ধারিত অপশনগুলি ভালো করে পড়ে, সঠিকভাবে পূরণ করার জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের আবেদন জানানো হয়েছে৷

পাশাপাশি ফর্মে একবার অপশন দেওয়া হয়ে গেলে সেখানে কোনো পরিবর্তন করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে৷ যদিও অপশন ফর্ম জমা হওয়ার পর জয়েন্ট ডাইরেক্টর এবং ডেপুটি ডাইরেক্টরদের দ্বারা আরও একবার যাচাই করে নেওয়া হবে৷

রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশিকা মেনে পে ফিক্সেশন ফর্মের মাধ্যমে শিক্ষকদের নাম, স্কুল, কত সালে শিক্ষক হিসেবে যোগদান করেছেন, উচ্চ মাধ্যমিকে কত শতাংশ নম্বর পেয়েছেন, পে-ব্র্যান্ড কত, গ্রেড পে হিসাবে সেইসব শিক্ষক কত টাকা বেতন পান, সে বিষয়ে সম্পূর্ণ তথ্য জানাতে বলা হয়৷

স্কুল শিক্ষকদের জন্য সুখবর, পে ফিক্সেশনের নয়া বিজ্ঞপ্তি

এদিকে শিক্ষক সংগঠনগুলির অভিযোগ ছিল ফর্মে পে স্কেল পরিবর্তনের কথা নেই, পে প্রোটেকশন নেই৷ পে ফিক্সেশন নেই, ফিগমেন্ট ফ্যাক্টরও নেই৷ সুতরাং,তাদের দাবি অনুযায়ী ফর্মে সংশোধন না করা হলে ফর্ম জমা করা হবে না বলেও জানানো হয়েছিল শিক্ষক সংগঠনগুলোর তরফ থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *