কলকাতা: পিএফ গ্রাহকদের ঘাম-রক্তে জমানো সঞ্চয়ের হিসেবে স্বচ্ছতা আনতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও৷
জানা গিয়েছে, পিএফ অ্যাকাউন্ট থেকে কোনও পিএফ গ্রাহক তাঁর সঞ্চয়ের টাকা তুলে নেন, তাঁর কত টাকা প্রাপ্য? তার বিস্তারিত হিসাব তুলে ধরা হবে৷ দেওয়া হবে বিশেষ শিট৷ গ্রাহককে প্রাপ্য টাকা যাতে মারা না হয়, সে বিষয়ে নজর নিয়ে খুঁটিনাটি জানানো হবে গ্রাহকে৷ সেই সংক্রান্ত নির্দেশ ইতিমধ্যে আঞ্চলিক অফিসগুলি পাঠিয়েছে ইপিএফও৷
সাফ জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি গ্রাহক যাতে তাঁর প্রাপ্য টাকা বুঝে নিতে পারেন, তা নিশ্চিত করতে হবে৷ দিতে হবে হিসাব৷ গ্রাহকের মোবাইল নম্বর ও ই-মেলে সেই হিসাব পাঠাতে হবে বলেও জানানো হয়েছে৷ পিএফের টাকার অঙ্ক নিয়ে যাতে গ্রাহকের কোনও প্রশ্ন না থাকে সেবিষয়ে গ্রাহককে বিস্তারিত হিসাব দেওয়া হবে৷ অনলাইন ও অফলাইনে আবেদন করলে এই পরিষেবা পাওয়া যাবে বলেও জানানো হয়েছে৷
পিএফ গ্রাহকরা বেতনের নির্দিষ্ট অংশ পেনশন খাতে জমা করান৷ অবসরের পর ওই গ্রাহকের পেনশন প্রদান করে ইপিএফও৷ কোন গ্রাহক কত টাকা পেনশন পাবেন, তা ঠিক হয় দপ্তরের নিজস্ব নিমন অনুযায়ী৷ ফলে, সেই হকের টাকা নিয়ে গ্রাহকের মোনে যাতে কোনও প্রশ্ন না ওঠে, তা নিশ্চিত করতে এই পদক্ষেপ বলে খবরে প্রকাশ৷