মাসিক ১.৫০ লক্ষ টাকা বেতনে খাদ্য ও সরবরাহ বিভাগে নিয়োগ রাজ্যের

চাকুরীপ্রার্থীদের জন্য সুখবর৷ পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ বিভাগে ১৩ টি শূন্যপদে নিয়োগ করা হবে৷ প্রোজেক্ট ম্যানেজার, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এবং সফটওয়ার ডেভেলপার- এর মোট ১৩টি শূন্যপদে চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলেছে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগ৷ জানা গিয়েছে, প্রাথমিকভাবে শর্তসাপেক্ষে  একবছরের জন্য নিয়োগ করা হবে৷ চাকুরীপ্রার্থীরা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpds.gov.in-এ আবেদন করতে পারেন৷  

 

কলকাতা: চাকুরীপ্রার্থীদের জন্য সুখবর৷ পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ বিভাগে ১৩ টি শূন্যপদে নিয়োগ করা হবে৷ প্রোজেক্ট ম্যানেজার, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এবং সফটওয়ার ডেভেলপার- এর মোট ১৩টি শূন্যপদে চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলেছে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগ৷ জানা গিয়েছে, প্রাথমিকভাবে শর্তসাপেক্ষে  একবছরের জন্য নিয়োগ করা হবে৷ চাকুরীপ্রার্থীরা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpds.gov.in-এ আবেদন করতে পারেন৷  

প্রোজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে একটি৷ এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে IT অথবা কম্পিউটার সায়েন্সে ৬০ শতাংশ নম্বরসহ B.E/B.Tech/M.Sc. অথবা ৬০ শতাংশ নম্বরসহ MCA করে থাকতে হবে৷ এছাড়াও ইনফরমেশন টেকনলজি ইনফ্রাস্টাকচার লাইব্রেরি বা প্রোজেক্ট ম্যানেজার প্রোগ্রাম-এর সার্টিফিকেট থাকতে হবে৷ পাশাপাশি ম্যানেজার পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ একইসঙ্গে অন্তত ২০ জনের টিম এবং ন্যূনতম ১০ কোটি টাকার প্রোজেক্ট সামলানোর দক্ষতা থাকতে হবে৷ প্রজেক্ট ম্যানেজার পদের ক্ষেত্রে বেতন হবে প্রতি মাসে ১ লক্ষ ৫০ হাজার টাকা৷ এই বিভাগে সিনিয়র সফ্টওয়্যার ডেভেলপারের শূন্যপদ রয়েছে ৪টি৷ শিক্ষাগত যোগ্যতা MCA তে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে৷ একইসঙ্গে IT অথবা কম্পিউটার সায়েন্সে ৬০ শতাংশ নম্বরসহ B.E/B.Tech/M.Sc. করে থাকতে হবে৷ পাশাপাশি সফটওয়্যার ডিজ়াইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন এবং ইম্প্লিমেন্টেশন সাপোর্টের প্রমাণিত ট্র্যাক রেকর্ড থাকতে হবে৷ এক্ষেত্রে বেতন কাঠামো ৩২ হাজার টাকা প্রতি মাসে৷ 

ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর শূন্যপদ রয়েছে ১ টি৷ এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৬০ শতাংশ নম্বরসহ MCA করে থাকতে হবে৷ এক্ষেত্রে IT অথবা কম্পিউটার সায়েন্সে ৬০ শতাংশ নম্বরসহ B.E/B.Tech/M.Sc. করতে হবে৷ পাশাপাশি ডেটাবেস ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনে সার্টিফিকেট থাকতে হবে৷ ডেটাবেস ডিজ়াইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন এবং ইম্প্লিমেন্টেশন সাপোর্টের প্রমাণিত ট্র্যাক রেকর্ড থাকতে হবে। এই পদের ক্ষেত্রে বেতন কাঠামো ৩২ হাজার টাকা প্রতি মাসে৷ সফটওয়্যার ডেভেলপারে(ডট নেট)শূন্যপদ রয়েছে ৭টি৷ এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ৬০ শতাংশ নম্বরসহ MCA করে থাকতে হবে৷ IT অথবা কম্পিউটার সায়েন্সে ৬০ শতাংশ নম্বরসহ B.E/B.Tech/M.Sc. করে থাকতে হবে৷ সফটওয়্যার ডিজ়াইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন এবং ইমপ্লিমেন্টেশন সাপর্টের প্রমাণিত ট্র্যাক রেকর্ড থাকতে হবে। এই পদে বেতন কাঠামো হবে ২৭০০০ টাকা প্রতি মাসে।

বিগত ছয় মাসের মধ্যে যাঁরা আবেদন করেছেন তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আবেদনের শেষ তারিখ ২ রা নভেম্বর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + three =