গ্র্যাজুয়েট চাকরি প্রার্থীদের জন্য সুখবর, কর্মী নিয়োগ করছে এই দু’টি ব্যাঙ্ক

নয়াদিল্লি: সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক ‘প্রবেশনারি অফিসার’ পদে ১৬০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে। বয়স: ৩০ জুন, ২০১৯ এর হিসেবে ২৫ বছরের মধ্যে (ত:জা / ত:উ:জা) প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন। দরখাস্ত করতে হবে ৩০ জুন ২০১৯ এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৬০% নম্বর সহ যে কোনও শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। দূরবর্তী শিক্ষায় মাধ্যমিক

গ্র্যাজুয়েট চাকরি প্রার্থীদের জন্য সুখবর, কর্মী নিয়োগ করছে এই দু’টি ব্যাঙ্ক

নয়াদিল্লি: সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক ‘প্রবেশনারি অফিসার’ পদে ১৬০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে। বয়স: ৩০ জুন, ২০১৯ এর হিসেবে ২৫ বছরের মধ্যে (ত:জা / ত:উ:জা) প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন। দরখাস্ত করতে হবে ৩০ জুন ২০১৯ এর মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৬০% নম্বর সহ যে কোনও শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। দূরবর্তী শিক্ষায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন পাশ করলে আবেদনের যোগ্য নয়।

বেতনক্রম: ২৩,৭০০ টাকা থেকে ৪২,০২০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.southindiabank.com  ওয়েবসাইটের ‘Apply online’  লিঙ্কে ক্লিক করে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। দরখাস্তের ফী ৮০০ টাকা (ত:জা / ত:উ:জা প্রার্থীদের ২০০ টাকা)।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টার্ভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে ২৫ জুলাই, ২০১৯। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি হল- কলকাতা, বৃহত্তর কলকাতা, হাওড়া, দুরগাপুর, শিলিগুড়ি। অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইটে।

গ্র্যাজুয়েট চাকরি প্রার্থীদের জন্য সুখবর, কর্মী নিয়োগ করছে এই দু’টি ব্যাঙ্ক৩৮৫ ক্লার্ক : সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক ‘প্রবেশনারি ক্লার্ক’ পদে ৩৮৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে। বয়স: ৩০ জুন, ২০১৯ এর হিসেবে ২৬ বছরের মধ্যে (ত:জা / ত:উ:জা) প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন। দরখাস্ত করতে হবে ৩০ জুন ২০১৯ এর মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৬০% নম্বর সহ যে কোনও শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। দূরবর্তী শিক্ষায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন পাশ করলে আবেদনের যোগ্য নয়।

বেতনক্রম: ১১,৭৬৫ টাকা থেকে ৩১,৫৪০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.southindiabank.com  ওয়েবসাইটের ‘Apply online’  লিঙ্কে ক্লিক করে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। দরখাস্তের ফী ৬০০ টাকা (ত:জা / ত:উ:জা প্রার্থীদের ১৫০ টাকা)।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টার্ভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে ২৫ জুলাই, ২০১৯। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি হল- কলকাতা, বৃহত্তর কলকাতা, হাওড়া, দুরগাপুর, শিলিগুড়ি। অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *