সরকারি কর্মীদের জন্য সুখবর, সপ্তম বেতন কমিশনের প্রস্তাব অনুমোদন কেন্দ্রের

নয়াদিল্লি: সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় সরকার। এর ফলে সরকার ও সরকার অনুমোদিত স্কুলের শিক্ষক ও অন্যান্য শিক্ষা কর্মীদের মাইনে বাড়বে। ভোটের আগে তাঁদের জন্য সুখবর। এর ফলে কেন্দ্রের অতিরিক্ত ১২৪১.৭৮ কোটি টাকা খরচ হবে। সামনেই ভোট। তার আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবে সরকার। মনে করা হচ্ছে, সরকার কিছু জনমুখী পদক্ষেপ নিতে

সরকারি কর্মীদের জন্য সুখবর, সপ্তম বেতন কমিশনের প্রস্তাব অনুমোদন কেন্দ্রের

নয়াদিল্লি: সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় সরকার। এর ফলে সরকার ও সরকার অনুমোদিত স্কুলের শিক্ষক ও অন্যান্য শিক্ষা কর্মীদের মাইনে বাড়বে। ভোটের আগে তাঁদের জন্য সুখবর। এর ফলে কেন্দ্রের অতিরিক্ত ১২৪১.৭৮ কোটি টাকা খরচ হবে।

সামনেই ভোট। তার আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবে সরকার। মনে করা হচ্ছে, সরকার কিছু জনমুখী পদক্ষেপ নিতে চলেছে। যার মধ্যে এই বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা অন্যতম। এতে সরকারি ও সরকার অনুমোদিত স্কুলের শিক্ষকদের মুখে হাসি ফুটতে পারে।

২০১৬ সালেই কার্যকর হয়েছিল সপ্তম বেতন কমিশনের সুপারিশ৷ তবে বেতন আরও বাড়ানোর দাবি করছিলেন কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীরা৷ ২০১৬ সালে সপ্তম বেতন কমিশনের সুপারিশের জেরে বেসিক মাইনে বেড়ে হয়েছিল ১৮০০০ টাকা৷ কর্মীদের দাবি বিবেচনা করে বেসিক মাইনে বাড়িয়ে ২১,০০০ টাকা করতে পারে কেন্দ্র৷ আগামী ১ এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন বেতন কাঠামো৷ বর্ধিত বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =