নয়াদিল্লি: ইঙ্গিত ছিল৷ সেই সংক্রান্ত প্রতিবেদন আগেই প্রকাশ করেছিল আজ বিকেল ডট কম৷ এবার উৎসবের মরসুমে আরও একদফায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বাড়ল কেন্দ্রের মোদির সরকার৷ দীপাবলীর আগে আজ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন৷
সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর জানিয়েছেন, এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আরও একদফায় ৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন৷ আজ কেন্দ্রীয় মন্ত্রীসভা এই বিষয়ে অনুমোদন দিয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ ৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা ঘোষণা হওয়ায় কেন্দ্রের প্রায় ৫০ লক্ষ কর্মচারী ও ৬২ লক্ষ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মচারী এই ঘোষণায় উপকৃত হবেন৷ কেন্দ্রীয় সরকারের এই সুখবর জুলাই থেকে কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি৷ নয়া হারে মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা হওয়ায় কেন্দ্র সরকারের মোট ১৫৯০৯ কোটি টাকা খরচ হবে৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে মহার্ঘ ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷
Union Minister Prakash Javadekar: Under leadership of Prime Minister Modi, several decision have been taken and good news for govt employees is that Dearness Allowance has been hiked by 5%. pic.twitter.com/P08ZnEcDIC
— ANI (@ANI) October 9, 2019
কেন্দ্রের এই ঘোষণায় রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পার্থক্য বেশ খানিকটা বেড়ে গেল৷ সব রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে মহার্ঘভাতা বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দেওয়ার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ না থাকলে না থাকায় বয়েকা মহার্ঘ ভাতা নিয়ে জটিলতা তৈরি হয়েছে৷ নতুন করে কেন্দ্রের তরফে এই ঘোষণায় বাংলার সরকারি কর্মচারী মহলে ক্ষোভ বাড়তে চলেছে বলে মত পর্যবেক্ষক মহলের একাংশের৷