ESI গ্রাহকদের জন্য সুখবর, আয়ের সর্বোচ্চ সীমা বাড়াল কেন্দ্র

নয়াদিল্লি: সরকারি স্বাস্থ্যবিমার পরিষেবা পেতে ইএসআই গ্রাহকদের উপর নির্ভরশীল বাবা-মায়েদের সর্বোচ্চ মাসিক রোজগারের পরিমাণ বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার৷ এখন থেকে মাসে সর্বোচ্চ ন’হাজার টাকা পর্যন্ত রোজগার করেন, ইএসআই গ্রাহকের উপর নির্ভরশীল এমন বাবা-মায়েরা এই চিকিৎসা পরিষেবা নিতে পারবেন৷ এতদিন পর্যন্ত নির্ভরশীল বাবা-মায়েদের ক্ষেত্রে মাসের এই সর্বোচ্চ আয়ের পরিমাণ ছিল পাঁচ হাজার টাকা৷ শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী

ESI গ্রাহকদের জন্য সুখবর, আয়ের সর্বোচ্চ সীমা বাড়াল কেন্দ্র

নয়াদিল্লি: সরকারি স্বাস্থ্যবিমার পরিষেবা পেতে ইএসআই গ্রাহকদের উপর নির্ভরশীল বাবা-মায়েদের সর্বোচ্চ মাসিক রোজগারের পরিমাণ বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার৷ এখন থেকে মাসে সর্বোচ্চ ন’হাজার টাকা পর্যন্ত রোজগার করেন, ইএসআই গ্রাহকের উপর নির্ভরশীল এমন বাবা-মায়েরা এই চিকিৎসা পরিষেবা নিতে পারবেন৷ এতদিন পর্যন্ত নির্ভরশীল বাবা-মায়েদের ক্ষেত্রে মাসের এই সর্বোচ্চ আয়ের পরিমাণ ছিল পাঁচ হাজার টাকা৷ শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী রাজ্য বিমা নিগমের (ইএসআইসি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে৷

সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি ইএসআইয়ের প্রদেয় অর্থের (কন্ট্রিবিউশন) হার কমানোর জন্যও সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে কর্মচারী রাজ্য বিমা নিগম। এক্ষেত্রে কর্মী কন্ট্রিবিউশনের হার মাসে ১.৭৫ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করার প্রস্তাব গ্রহণ করা হয়েছে। একইভাবে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশনের হারও ৪.৭৫ শতাংশ থেকে কমিয়ে চার শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে এবার থেকে ইএসআই আওতাভুক্ত শ্রমিক-কর্মচারীরা অনেক বেশি অর্থ বাড়িতে নিয়ে যেতে পারবেন। তবে যেভাবে চিকিৎসা পরিষেবা পেতে ইএসআই গ্রাহকের উপর নির্ভরশীল বাবা-মায়েদের মাসের সর্বোচ্চ আয়ের পরিমাণ একধাক্কায় চার হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে, তাকে রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সরকারি সূত্রের খবর, এর ফলে আরও অনেক বেশি মানুষ ইএসআইয়ের অধীনে চলে আসতে পারবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 3 =