EPF গ্রাহকদের জন্য সুখবর! মে থেকে বিশেষ সুবিধা পাবেন ৬.৩ লক্ষ সদস্য

EPF গ্রাহকদের জন্য সুখবর! মে থেকে বিশেষ সুবিধা পাবেন ৬.৩ লক্ষ সদস্য

48c4d1664699b58646143b94285da04b

নয়াদিল্লি: চোখ রাঙাচ্ছে করোনা৷ তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়বে কি না, তা নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা৷ দীর্ঘ লকডাউনে কাড হারিয়েছেন বহু মানুষ৷ মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি৷ টান পড়েছে জনতার পকেটেও৷ করোনা মহামারী পরিস্থিতি বিবেচনা করে এবার সুখবর শোনাল EPFO৷

জানা গিয়েছে, লকডাউন পরিস্থিতিতে আগের থেকে বেশি পেনশন পালেন ইপিএফ গ্রাহকরা৷ আগামী মাস থেকে অন্তত ৬.৩ লক্ষ গ্রাহক এই সুবিধা পাবেন৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে৷
জানা গিয়েছে, কমিউটেশন বা পেনশন বিক্রি ব্যবস্থায় অবসরের পরে ইপিএফ গ্রাহকরা একলপ্তে নগদ টাকা হাতে পেয়ে যান৷ তবে, সেক্ষেত্রে কত টাকা পাওয়া যাবে, তা নির্ভর করে ওই সদস্যের অবসরের পর কত টাকা মাসিক পেনশন নেবেন, তার উপরে৷ পেনশনের নির্দিষ্ট অংশ বিক্রি করে বাড়ি টাকা নেওয়া যায়৷

EPFO জানিয়েছে, ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বরের আগে যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের মধ্যে কোনও ব্যক্তি যদি এক টানা ১৫ বছর ইপিএফের সদস্য হয়ে থাকেন, তাহলে পুরো পেনশন তিনি পাবেন৷ ইকনমিক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত কার্যকরে কেন্দ্রের আরও ১৫০০ কোটি টাকা খরচ হবে ইফিএফও’র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *