প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর, জারি নয়া বিজ্ঞপ্তি

কলকাতা: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বৈঠক নজরুল মঞ্চ থেকে শিক্ষকদের গ্রেড-পে বৃদ্ধির ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষামন্ত্রীর ওই ঘোষণার পরপরই সরকারি ভাবে বিজ্ঞপ্তি দিয়ে গ্রেড-পে বৃদ্ধির ঘোষণাও করেছে রাজ্য শিক্ষা দপ্তর৷ এবার বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি কার্যকর করতে সরকারি নির্দেশ পৌঁছে গেল জেলা প্রাথমিক সংসদের বা ডিপিএসসির কাছে৷ কেননা, প্রাথমিক শিক্ষকদের বেতন সংক্রান্ত অনুমোদন

প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর, জারি নয়া বিজ্ঞপ্তি

কলকাতা: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বৈঠক নজরুল মঞ্চ থেকে শিক্ষকদের গ্রেড-পে বৃদ্ধির ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষামন্ত্রীর ওই ঘোষণার পরপরই সরকারি ভাবে বিজ্ঞপ্তি দিয়ে গ্রেড-পে বৃদ্ধির ঘোষণাও করেছে রাজ্য শিক্ষা দপ্তর৷ এবার বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি কার্যকর করতে সরকারি নির্দেশ পৌঁছে গেল জেলা প্রাথমিক সংসদের বা ডিপিএসসির কাছে৷

কেননা, প্রাথমিক শিক্ষকদের বেতন সংক্রান্ত অনুমোদন দিয়ে থাকে জেলা প্রাথমিক সংসদের বা ডিপিএসসি৷ এবার রাজ্যের সমস্ত জেলার ডিপিএসসিতে বেতন বৃদ্ধির নির্দেশ ফরোয়ার্ড করা বর্ধিত বেতন কার্যকর করার কাজের শুরু হল অগ্রগতি৷ শিক্ষকদের বেতন সংক্রান্ত নথিপত্র তৈরি করে তা অনুমোদেক জন্য পাঠাতে বলা হয়েছে৷

প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর, জারি নয়া বিজ্ঞপ্তিগত শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দুপ্তরের তরফে জানানো হয়, রাজ্যপাল প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির সুপারিশ অনুমোদন নিয়েছে৷ প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে ২৬০০ টাকা থেকে পে-ব্রান্ড-টু ৩৬০০ টাকা করা হচ্ছে পে-ব্রান্ড-থ্রিতে৷ অপ্রশিক্ষিত শিক্ষকদের গ্রেড-পে ২৩০০টাকা থেকে ২৯০০টাকা করা হচ্ছে৷ পয়লা আগস্ট থেকে কার্যকর হবে৷

প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর, জারি নয়া বিজ্ঞপ্তি

হিসাব বলছে, অপ্রশিক্ষিত শিক্ষকদের বেতন হবে, পে-ব্যান্ড ৬ হাজার ৭০০ টাকা৷ গ্রেড পে ২৯০০ টাকা৷ মহার্ঘ ভাতা বাবদ (১২৫ শতাংশ) ১২ হাজার টাকা৷ বাড়ি ভাড়া বাবদ ১৫ শতাংশর হিসাবে ১৪৪০ টাকা৷ সঙ্গে মেডিক্যাল বাবদ ৩০০ টাকা৷ সব মিলিয়ে ২৩ হাজার ৩৪০ টাকা পাবেন অপ্রশিক্ষিত শিক্ষকরা৷

প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর, জারি নয়া বিজ্ঞপ্তিপ্রশিক্ষিত শিক্ষকরা পাবেন, পে ব্যান্ড ৭ হাজার ৪৪০ টাকা৷ গ্রেড পে বাবদ ৩ হাজার ৬০০টাকা৷ মহার্ঘ ভাতার ১২৫ শতাংশ বাবদ ১৩ হাজার ৮০০টাকা৷ হাউস রেন্টের ১৫ শতাংশ বাবদ ১ হাজার ৬৫০ টাকা৷ মেডিক্যাল অ্যালাউন্স বাবদ ৩০০ টাকা৷ সব মিলিয়ে ২৬ হাজার ৭৯৬টাকা৷

প্রশিক্ষিত শিক্ষকদের জন্য বাড়তি সুবাধা কার্যকর হতে চললেও সরকারি উদাসীনতা কারণে অপ্রশিক্ষিতের তকমা না কাটায় বেতন বঞ্চনার অভিযোগ বাংলার প্রায় ৭০ হাজার প্রাথমিক শিক্ষকদের৷

অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের অভিযোগ, ‘‘২০১৪, ২০১৭ সালে NIOS থেকে D.EL.ED করা প্রায় ৭০ হাজার প্রাথমিক শিক্ষকদের সঙ্গে যে বঞ্চনা হল তার কথা কেউ বলছেন না৷ তাঁদের কেন পে-ব্যান্ড টু’তে রাখা হল? তাঁরা সবাই NIOS থেকে D.El.Ed পাশ করে গিয়েছেন৷ পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়েছে৷ তা সত্ত্বেও তাঁদের প্রশিক্ষণ প্রাপ্ত বলে স্বীকৃতি দেয়া হয়নি৷ যদি তাঁদের অপ্রশিক্ষিত করে রাখ হয়ে থাকে, তাহলে কেন পে-ব্রান্ড-থ্রিতে ৩২০০ নন ট্রেন্ড গ্ৰেড পে রাখা হল না? প্রশিক্ষণ নেওয়ার পরও কেন প্রাথমিক শিক্ষকদের জন্য দুই ধরনের পে ব্যান্ড? এই বিষয়ে দ্রুত সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ প্রযোজন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =