ভোটের আগে সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর! বড় ঘোষণা করলেন পার্থ

ভোটের আগে সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর! বড় ঘোষণা করলেন পার্থ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর৷ বড় ঘোষণা পার্থ চট্টোপাধ্যায়ের৷ কর্মরত অবস্থায় কোন সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ কর্মী মারা গেলে তাদের পরিবারের একজন পাবে সরকারি চাকরি৷ সোমবার সাংবাদিক সম্মেলনে এমনই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি জানান, রাজ্য সরকার তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্য সরকারি খাতায় নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আজ বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পরিষদ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ অনেকের মতেই, ভোটের দিকে তাকিয়ে লক্ষাধিক পরিবারকে কাছে টানতেই সিভিক ভলেন্টিয়ারদের জন্য এই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ 

গতবছর সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন ‘কৃষি আমাদের গৌরব, শিল্প সম্পদ।’ এদিন সেসম্পর্কে পার্থ চট্টোপাধ্যায় জানান, সিঙ্গুরে ১০ দশমিক ২৭ একর জমিতে কৃষি ভিত্তিক একটি শিল্প পার্ক গড়ে তোলার প্রস্তাব গৃহীত হয়েছে। ইতিমধ্যে আগ্রহী পাঁচটি সংস্থাকে সেখানে জমি দেওয়া হয়েছে বলেও জানান তিনি৷

একইসঙ্গে তিনি ঘোষণা করেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদ থেকে যেসব ব্যক্তি ইনস্পেক্টর অফ কলেজ, সহ রেজিস্টার এর মত প্রশাসনিক পদে গিয়েছেন তাদের অবসরের বয়স ৬২  থেকে বাড়িয়ে ৬৫ করার একটি প্রস্তাবও গৃহীত হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =