Aajbikel

সুখবর: অবশেষে বাড়ছে মহার্ঘ ভাতা, বেতন কমিশনের সুপারিশ কার্যকর!

নয়াদিল্লি: বাংলায় যখন ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকরের দাবিতে তুমুল অসন্তোষ দেখা দিয়েছে সরকারি কর্মচারী মহলে, ঠিক তখনই তিন রাজ্য-সহ কেন্দ্রীয় কর্মীদের জন্য উৎসবের আগে মহার্ঘভাতা বাড়াতে চলেছে সরকার৷ বড়সড় সুখবর পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা৷ সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে কেন্দ্রীয়
 | 
সুখবর: অবশেষে বাড়ছে মহার্ঘ ভাতা, বেতন কমিশনের সুপারিশ কার্যকর!

নয়াদিল্লি: বাংলায় যখন ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকরের দাবিতে তুমুল অসন্তোষ দেখা দিয়েছে সরকারি কর্মচারী মহলে, ঠিক তখনই তিন রাজ্য-সহ কেন্দ্রীয় কর্মীদের জন্য উৎসবের আগে মহার্ঘভাতা বাড়াতে চলেছে সরকার৷ বড়সড় সুখবর পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা৷ সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘভাতা প্রায় ৪ শতাংশ বাড়াতে চলেছে৷ আগামী দু’এক মাসের মধ্যেই এই ব্যবস্থা কার্যকর হতে পারে বলে খবর৷

মহার্ঘ ভাতা বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় কর্মীদের নূন্যতম বেতন এক ধাক্কায় ২৬ হাজার টাকা করা পারে৷ ১৮ হাজার ন্যূনতম বেতন বাড়িয়ে ২৬ হাজার টাকার করার পথেও হাঁটতে চলেছে কেন্দ্র সরকার৷ সপ্তম কমিশনের সুপারিশ অনুযায়ী এই ব্যবস্থা কার্যকর করা হতে পারে বলে খবর৷ নয়া এই ব্যবস্থা কার্যকর হলে এক ধাক্কায় আড়াই গুণ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন৷ জানা গিয়েছে, চলতি বছরের শেষে যদি আরও এক দফায় মহার্ঘভাতা বৃদ্ধি হয়, তাহলে ১৪৮ শতাংশ মহার্ঘ ভাতার সুবিধা পাবেন কেন্দ্রীয় কর্মচারীরা৷

সুখবর: অবশেষে বাড়ছে মহার্ঘ ভাতা, বেতন কমিশনের সুপারিশ কার্যকর!সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে, আগামী মাসের মধ্যেই উত্তরপ্রদেশ সরকারও সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করতে পারে৷ বিহার সরকারের তরফেও মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রস্তাব নিয়ে আলোচনা করা হচ্ছে৷ নিতিশ কুমার সরকার ৩ শতাংশ থেকে ৯ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়ানো পথে হাঁটতে পারে বলে খবর৷ মহার্ঘ ভাতা বাড়লে বিহারের চার লক্ষ সরকারি কর্মচারীর বেতন বেশ খানিকটা বাড়তে পারে৷ একইসঙ্গে পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় আসবেন বলে খবর৷ এইজন্য সরকারের বাড়তি ১০১০ কোটি টাকা খরচ হবে৷

সুখবর: অবশেষে বাড়ছে মহার্ঘ ভাতা, বেতন কমিশনের সুপারিশ কার্যকর!উত্তরাখণ্ড সরকারের তরফেও তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে চলেছে৷ সেখানেও কমপক্ষে ৯ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই ভাতা বাড়ানো হচ্ছে বলে খবর৷ আর এই ব্যবস্থা কার্যকর হলে আড়াই লক্ষ কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন৷ জম্মু-কাশ্মীরে সরকারি কর্মচারীদের জন্য সুখবর থাকছে৷ সেখানেও ৩৫ মহার্ঘ ভাতার ঘোষণা করার পরিকল্পনা রয়েছে স্থানীয় প্রশাসনের৷ ওড়িশা সরকারের সপ্তম বেতন কমিশন অনুযায়ী তিন শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করতে চলেছে৷ সাত লক্ষ গভমেন্ট সরকারি কর্মচারীর দাবি, মহার্ঘ ভাতা অন্তত ১২ শতাংশ বাড়ানো হোক৷ রাজস্থান সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির পথে হাঁটতে চলেছে৷ আর তার জেরেই প্রায় সাড়ে ৮ লক্ষ সরকারি কর্মচারী ও সাড়ে তিন লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে খবর৷

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা চলতি বছরের জুলাই থেকে বর্ধিত মহার্ঘভাতার অপেক্ষায় মোদি সরকারের দিকে চেয়ে আছেন৷ মনে করা হচ্ছে, খুব শীঘ্রই কেন্দ্রীয় কর্মচারীরা কেন্দ্র সরকারের সুখবর পেতে পারেন৷ তবে কেন্দ্রের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হলে রাজ্য কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক বেশ খানিকটা বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ফলে, রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে বেতন বঞ্চনার অসন্তোষ আরও তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা পর্যবেক্ষক মহলের৷

Around The Web

Trending News

You May like