কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শোনাল স্কুল সার্ভিস কমিশন৷ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে একাদশ ও দ্বাদশে শিক্ষক নিয়োগের চতুর্থ দফার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করল এসএসসি৷ অপেক্ষামান তালিকায় থাকা প্রার্থীদের দু’দিনের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন৷
আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশে শিক্ষক নিয়োগের চতুর্থ দফার কাউন্সেলিংয়ের দিনক্ষণ চূড়ান্ত করেছে কমিশন৷ কাউন্সিলিং সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি আগামী মঙ্গলবার প্রকাশিত হবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে৷
চতুর্থ পর্যায়ের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার আমাগ খবর আগেই জানিয়েছিল আজ বিকেল ডট কম৷ আজ বিকেল ডট কমকে এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছেন, ‘‘করব করব৷ সোম-মঙ্গলবারের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে৷’’ আর এই কাউন্সেলিং ঘিরে নতুন করে চাকরিপ্রার্থীদের মধ্যে তৈরি হয় কৌতুহল৷ এবার সেই কৌতুহল মিটিয়ে বিজ্ঞপ্তি জারি করল কমিশন৷ (এই লিঙ্ক থেকে দেখে নিন বিজ্ঞপ্তি- http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Notice_Counselling%20of%20Xi-XII-4th%20phase-30.08.2019.pdf)
কমিশন সূত্রে খবর, নবম-দশমে শূন্যপদ এক ধাক্কায় অনেকটাই বাড়ছে৷ ১৫১১টি শূন্যপদ বাড়াতে চলেছে কমিশন৷ কাদশ-দ্বাদশে ৮০২টি শূন্যপদ বাড়ানো হচ্ছে বলেও খবর৷ কাউন্সেলিংয়ের পর এই পদগুলিতে নিয়োগ হতে পারে বলে খবর৷