অবশেষে চাকরির সুখবর পাকলিক সার্ভিস কমিশনে, নিয়োগ প্রস্তুতি PSC-র

অবশেষে চাকরির সুখবর পাকলিক সার্ভিস কমিশনে, নিয়োগ প্রস্তুতি PSC-র

26bc295aee2016ddc0758537db066883

কলকাতা: চোখ রাঙাচ্ছে করোনা৷ লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা৷ করোনা রুখতে তৃতীয় দফায় বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ৷ বন্ধ স্কুল-কলেজ৷ লাটে উঠেছে নিয়োগ৷ তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়লেও চাকরির পরীক্ষায় সফল প্রার্থীদের বাছাই প্রক্রিয়ার সেরে ফল প্রকাশের বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি৷ নিয়মিত চলছে পিএসসির অফিস৷

জানা গিয়েছে, লকডাউনের আগে নেওয়া হয়েছিল পলিটেকনিকে অংকের লেকচারার পদের নিয়োগ পরীক্ষা৷ সেই নিয়োগের চূড়ান্ত পর্যায়ের তালিকা প্রকাশ করেছে কমিশন৷ অ্যাসিস্ট্যান্ট হর্টিকালচারিস্ট নিয়োগের কাজ দ্রুত গতিতে চলছে৷ ইতিমধ্যেই যে সফল প্রার্থীরা ইন্টারভিউয়ে জন্য ডাক পায়েছেন, তাঁদের নামের তালিকাও প্রকাশ করেছে কমিশন৷ লকডাউন উঠলেই শুরু হয়ে যাবে ইন্টারভিউ৷
রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসু সংবাদমাধ্যমে জানিয়েছেন, করোনা আবহেও দূরত্ব বিধি মেনে অফিসে ন্যূনতম কর্মী দিয়ে কাজ চলালো হচ্ছে৷ থেকে নেই কাজ৷ লকডাউন উঠলেই নিয়োগ প্রক্রিয়া যাতে নতুন করে শুরু করা যায়, তা নিশ্চিত করতে কমিশন কাজ চালিয়ে যাচ্ছে৷ পরীক্ষা নেওয়ার প্রস্তুতি থেকে ফল প্রকাশের বিষয়ে যথাসম্ভব চেষ্টা করছে কমিশন৷

ইতিমধ্যেই গত সোমবার রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের আওতায় পলিটেকনিকে অংকের লেকচারার পদে ৩৯ জন সফল প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন৷ খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট হর্টিকালচারিস্ট পদের জন্য ১২ জনকে ইন্টারভিউয়ের জন্য ডেকেছে কমিশন৷ কিছু দিনের মধ্যেই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের ইন্টারভিউয়ের জন্য সফল প্রার্থীদের ডাকবে কমিশন৷ ফিজিক্সের লেকচারার পদে ২০০ বেশি সফল প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকার বিষয়েও কমিশনের অন্দরে প্রস্তুতি চলছে বলে খবর৷

চলতি সপ্তাহের শুরুতে বৈঠকে বসে কমিশন৷ করোনা পরিস্থিতিতে কীভাবে নিয়োগ নেওয়া হবে, পরীক্ষার সূচি কী হবে, সেই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর৷ লকডাউন উঠলেও নিয়োগ পরীক্ষার নেওয়ার উপর কোনও বিধি নিষেধ থাকবে কি না, তাও ভাবাচ্ছে কমিশনকে৷ তবে, লকডাউন উঠলে নিয়োগ পরীক্ষা শুরু করা যেতে পারে, এই ভেবেই নতুন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *