নয়াদিল্লি: দেশে লাফিয়ে বাড়ছে বেকারত্ব৷ এই নিয়ে চূড়ান্ত অস্বস্তিতে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ কেননা, ২০১৪-র নির্বাচনের আগে বছরে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলে তা রাখতে পারেননি মোদি৷ উল্টে বেড়েছে বেকারত্ব৷ দেশজুড়ে লাগামছাড়া সেই বেকারত্বের নমুনা প্রকাশ করল কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ জানানো হল শূন্যপদের সংখ্যা৷ কেন্দ্রীয় সরকারি চাকরিতে ৭ লক্ষ শূন্যপদ রয়েছে৷
রাজ্যসভায় কেন্দ্র জানিয়েছে, চলতি অর্থবর্ষে ১ লক্ষ ০৫ হাজার ৩৩৮টি পূর্ণপদে কর্মীনিয়োগ করবে স্টাফ সিলেকশন৷ দ্রুত এই মর্মে প্রকাশিত হবে বিজ্ঞপ্তি৷ রাজ্যসভায় তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, গত বছর ২০১৮ সালের ১ মার্চের তথ্য অনুযায়ী ৬ লক্ষ ৮৩ হাজার ৮২৩ শূন্যপদ তৈরি হয়েছে৷ গ্রুপ সি পদ শূন্য আসন রয়েছে ৫ লক্ষ ৭৪ হাজার ২৮৯টি৷ গ্রুপ বি পদে শূন্যপদ রয়েছে ৮৯ হাজার ৬৩৮টি৷ গ্রুপ এ পদে রয়েছে ১৯ হাজার ৮৯৬টি শূন্যপদ৷ ধাপে ধাপে এই শূন্যপদে নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে৷
শূন্যপদ প্রকাশের পাশাপাশি কত আসনে নিয়োগ করা হয়েছে, তার তথ্যও তুলে ধরা হয়৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গত অর্থবর্ষে রেল রিক্রুটমেন্ট বোর্ড ১ লক্ষ ২৭ হাদার ৫৭৩টি শূন্যপদে কর্মী নিয়েছে করেছে৷ গ্রুপ এ ও সি মিলিয়ে মোট ১ লক্ষ ৫৬ হাজার ১৩৮টি শূন্যপদে নিয়োগ করা হয়েছে৷ ডাক বিভাগে ১৯ হাজার ৫২২টি শূন্যপদে নিয়োগের কাজ চলছে৷ সব মিলিয়ে ৪ লক্ষ ৮ হাজার ৫৯১টি শূন্যপদে নিয়োগ করা হয়েছে৷ জানানো হয়েছে, স্টাফ সিলেকশনের মাধ্যমে ১ লক্ষ, রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ১ লক্ষ ২৭ হাজার, গ্রুপ এ, সি মিলিয়ে ১ লক্ষ ৫৬ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে৷