কলকাতা: দীর্ঘ তালবাহানা পর অবশেষে প্রকাশিত হয়েছে উচ্চ প্রাথমিকের তৃতীয় দফার ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি৷ কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, আগামী মঙ্গলবার চার জুন উচ্চ প্রাথমিকের তৃতীয় দফার চাকরিপ্রার্থীদের নথি যাচাই করা হবে৷ পরে, বৃহস্পতিবার আরও একটি বিজ্ঞপ্তি দিয়ে কমিশনের তরফে জানানো হয়, শুক্রবার থেকে তৃতীয় দফার ভেরিফিকেশনের জন্য ইন্টিমেশন লেটার ডাইনলোড করতে পারবেন চাকরিপ্রার্থীরা৷ কিন্তু, রাত থেকেই শুরু হয় স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বিভ্রাট৷ লিঙ্ক বিভ্রাট কাটিয়ে অবশেষে ছন্দে ফিরল কমিশনের ওয়েবসাইট৷
শুক্রবার কমিশনের সাইটে বিভ্রাট দেখা দিলেও শনিবার থেকে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের তথ্য যাচাইয়ের জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করা যাচ্ছে৷ আগামী ৪ জুন থেকে তথ্য যাচাইয়ের কাজ শুরু করবে কমিশন৷ বিজ্ঞপ্তি দিয়ে আগেই এই কথা জানিয়েছে কমিশন৷ জানানো হয়েছে, তৃতীয় দফার জন্য ইন্টিমেশন লেটার ও যাবতীয় তথ্যা নিয়ে কমিশনে উপস্থিত হতে হবে চাকরিপ্রার্থীদের৷ এই সংক্রান্ত যাবতীয় তথ্য ও ইন্টিমেশন লেটার পেতে নজর রাখুন কমিশনের নিজস্ব ওয়েবসাইট www.westbengalssc.com-এ৷
শুক্রবার সন্ধ্যায় কমিশনের ওয়েবসাইট বিভ্রাটের জেরে ইন্টিমেশন লেটার ডাইনলোড করতে সমস্যায় পড়েন চাকরিপ্রার্থীদের একাংশ৷ কমিশনের সাইট খুলতে কোনও সমস্যা না হলেও ইন্টিমেশন লেটার ডাইনলোড করার লিঙ্কে ক্লিক কললেই দেখা যাচ্ছিল ‘৫০০ এরর’৷ সার্ভাস সংক্রান্ত সমস্যা হলে গোটা সাইটাই খুলত না৷ কিন্তু, কমিশনের সাইট খুললেও কেন নির্দিষ্ট লিঙ্ক খুলছে না, তা নিয়ে শুরু হয় ধোঁয়াশা৷ লিঙ্ক বিভ্রাটের কারণে ইন্টিমেশন লেটার ডাউনলোডের অংশটি তুলে নেওয়া হয়৷ পরে, বিপত্তি কাটিয়ে এখন স্বাভাবিক কমিশনের সাইট৷ ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন৷ http://13.233.110.134/phase3.php