নজরে নির্বাচন: একাধিক শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি কেন্দ্র-রাজ্যের

কলকাতা: যে কোনও দিন ঘোষণা করা হতে পারে আগামী লোকসভা ভোটের নির্ঘণ্ট। এই ঘোষণার পর নির্বাচন বিধি চালু হয়ে যাবে। নতুন করে নিয়োগ ঘোষণা করা চলবে না। তাই শেষ মুহূর্তে তড়িঘড়ি করে চলছে বিভিন্ন সরকারি সংস্থা বা বিশ্ববিদ্যালয় নিয়োগের প্রক্রিয়া। চলছে প্রয়োজনীয় ঘোষণা। কলকাতা বিশ্ববিদ্যালয় ‘প্লেসমেন্ট এবং ট্রেনিং’-এর জন্য অফিসার পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি

নজরে নির্বাচন: একাধিক শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি কেন্দ্র-রাজ্যের

কলকাতা: যে কোনও দিন ঘোষণা করা হতে পারে আগামী লোকসভা ভোটের নির্ঘণ্ট। এই ঘোষণার পর নির্বাচন বিধি চালু হয়ে যাবে। নতুন করে নিয়োগ ঘোষণা করা চলবে না। তাই শেষ মুহূর্তে তড়িঘড়ি করে চলছে বিভিন্ন সরকারি সংস্থা বা বিশ্ববিদ্যালয় নিয়োগের প্রক্রিয়া। চলছে প্রয়োজনীয় ঘোষণা।

কলকাতা বিশ্ববিদ্যালয় ‘প্লেসমেন্ট এবং ট্রেনিং’-এর জন্য অফিসার পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষক পদে বিভিন্ন পর্যায়ে লোক নেবে। তাদের ঘোষণায় দেখা যাচ্ছে ‘প্রফেসর’ পদে নেওয়া হবে ৬ জনকে। এর মধ্যে রয়েছে বানিজ্য, এডুকেশন, ভূগোল, হিন্দি, ইতিহাস এবং গণিত প্রভৃতি বিষয়। শেষের পাঁচটি বিষয়ে সংরক্ষিত পদ। অ্যাসোসিয়েট প্রফেসর পদে বাণিজ্য, ইংরেজি, দর্শন রাষ্ট্রবিজ্ঞান এবং সংস্কৃত বিষয়ে শিক্ষক নেওয়া হবে। এগুলির প্রতিটিই সংরক্ষিত পদ। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে বাংলা এবং রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নেওয়া হবে। এ দুটিও সংরক্ষিত পদ। অর্থাৎ যে ১৪ জন নিয়োগের ঘোষণা করা হয়েছে, তার মাত্র একটি অসংরক্ষিত পদ। শিক্ষক ছাড়াও ওই বিশ্ববিদ্যালয় উন্নয়ন অফিসার, অডিট এন্ড একাউন্টস অফিসার এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর-এই তিন পদে লোক নেওয়া হবে বলে শনিবার ঘোষণা করেছে।

‘ওয়েস্ট বেঙ্গল স্বরোজগার কর্পোরেশন লিমিটেড’ অফিসার পদে লোক নেওয়ার কথা শনিবার ঘোষণা করেছে। রাজ্য সরকারের ১০০ শতাংশ নিয়ন্ত্রিত নিগম এস্টাব্লিশমেন্ট এবং ব্যাঙ্কিং— এই দুই বিভাগে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) হিসাবে নেওয়া হবে এক জন করে। দুটিই সংরক্ষিত পদ। পাবলিক সার্ভিস কমিশন তাদের ‘ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন’-এর ঘোষণা করেছে।

এই সঙ্গে রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দফতর তাদের কলকাতা ট্রান্সপোর্ট বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোক নেবে। এ কথা ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর শুল্ক বিভাগে পুরুষ ও মহিলা সাব ইন্সপেক্টর নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আগামী ১১ মার্চ তাঁদের পরীক্ষায় বসার ই-অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

পিছিয়ে নেই কেন্দ্রীয় সরকারও। ১ লাখের বেশি খালি পদে নিয়োগের জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেল। প্যারামেডিক্যাল, নন-টেকনিক্যাল সহ বিভিন্ন পদে মোট ১ লাখ ৩০ হাজার নিয়োগ করা হবে বলে জানিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।

নিয়োগ হবে জুনিয়র ক্লার্ক, টাইপিস্ট, টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক, ট্রেন ক্লার্ক, সিনিয়র কমার্শিয়াল ক্লার্ক, গুডস গার্ড, স্টেশন মাস্টার সহ আরও অনেক পদেই। এছাড়াও জুনিয়র ট্রান্সলেটর (হিন্দি), চিফ ল্ অ্যাসিস্ট্যান্ট-এর পদেও নিয়োগ করা হবে। ২৮ ফেব্রুয়ারি থেকে নিয়োগ সংক্রান্ত রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তবে প্যারামেডিক্যাল পদের জন্য নিয়োগের রেজিস্ট্রেশন শুরু হবে ৪ মার্চ থেকে। লেভেল ওয়ান পদের জন্য ১২ মার্চ থেকে রেজিস্ট্রেশন শুরু হবে।আগ্রহী প্রার্থীদের বিস্তারিত তথ্যের জন্য www.rrbcdg.gov.in এবং www.indianrailways.gov.in-এ লগ‌-ইন করে জেনে নিতে আবেদন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *