কলকাতা: লোকসভা নির্বাচনের আগে শিক্ষা-দপ্তরে ঝাঁকুনি দিতে আজ দুপুরে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিক্ষায় দুর্নীতি ও শিক্ষক নিয়োগে নানান জটিলতা নিয়ে এদিন মুখ খুলতে পারেন মুখ্যমন্ত্রীর৷ ঠিক কোন কোন বিষয়ে আজ নবান্নে আলোচনা হতে পারে?
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশের দু’বছরের পরেও কেন শিক্ষক নিয়োগে গতি বাড়াল কেন? শূন্যপদ সংক্রান্ত বিভ্রাট কেন? কেন ঘটে গেল দাড়িভিটকাণ্ডের মতো ঘটনা? শিক্ষক নিয়োগে কেন এত বিলম্ব? কেন উঠছে দুর্নীতির অভিযোগ? এবার কড়ায়গণ্ডায় হিসাব দিতে প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ও স্কুল ও কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মনে করা হচ্ছে নবান্নের বৈঠক থেকে শিক্ষক নিয়োগ সক্রান্ত জটিলতা কাটিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
নবান্নের বৈঠক সংক্রান্ত খবর জানতে নজর রাখুন আজ বিকেল ডট কমে৷