ছিলেন বিদেশ সচিব, হলেন বিদেশমন্ত্রী! নয়া চমক মোদির

নয়াদিল্লি: চমকটা আগেই জানা গিয়েছিল৷ এবার ছিল দপ্তর জানান অপেক্ষা৷ বৃহস্পতিবার সেই চমকের ইতিটা টানতেই হল৷ মন্ত্রিসভার প্রথম বৈঠকের আগে দপ্তর বন্টন করেও শেষ চমকটা দিয়ে রাখলেন মোদি-শাহের জুটি৷ এবার বিদেশ সচিবের পদ থেকে সরাসরি বিদেশ মন্ত্রীর দায়িত্ব পেলেন মোদির মন্ত্রিসভার প্রাক্তন আমলা সুব্রহ্মণ্যম জয়শঙ্কর৷ গত মার্চে এই আমলাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়৷ প্রায়

ছিলেন বিদেশ সচিব, হলেন বিদেশমন্ত্রী! নয়া চমক মোদির

নয়াদিল্লি: চমকটা আগেই জানা গিয়েছিল৷ এবার ছিল দপ্তর জানান অপেক্ষা৷ বৃহস্পতিবার সেই চমকের ইতিটা টানতেই হল৷ মন্ত্রিসভার প্রথম বৈঠকের আগে দপ্তর বন্টন করেও শেষ চমকটা দিয়ে রাখলেন মোদি-শাহের জুটি৷ এবার বিদেশ সচিবের পদ থেকে সরাসরি বিদেশ মন্ত্রীর দায়িত্ব পেলেন মোদির মন্ত্রিসভার প্রাক্তন আমলা সুব্রহ্মণ্যম জয়শঙ্কর৷

গত মার্চে এই আমলাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়৷ প্রায় চার দশক বিদেশ সচিব পদে ছিলেন এস জয়শঙ্কর৷   রাষ্ট্রদূত হিসেবে কখন আমেরিকা, কখন চিন, কিংবা রাশিয়া থেকে ইউরোপে কর্মরত ছিলেন৷ ডোকলাম বিতর্ক বেজিংয়ের সঙ্গে দর কষাকষিতে বড়সড় ভূমিকা নিয়েছিলেন তিনি৷ ইউপিএ আমলে একাধিক গুরুত্বপূর্ণ পদেও সামলেছেন ১৯৭৭ ব্যাচের এই আইএফএস আধিকারিক৷

জানা গিয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রথম পছন্দের তালিকায় ছিলেন তিনি৷ ২০১৫ সালের জানুয়ারিতে জয়শঙ্করকে বিদেশ সচিব করা হয়৷ ২০১৮ সালে অবসর নেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *