করোনা, চিকেন পক্সে ৩০ দিনের সবেতন ছুটির আর্জি শিক্ষক সংগঠনের

করোনা, চিকেন পক্সে ৩০ দিনের সবেতন ছুটির আর্জি শিক্ষক সংগঠনের

কলকাতা: দীর্ঘ লকডাউনের পর শুরু হয়ে গিয়েছে আনলক ওয়ান৷ সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ আগামী দিনে করোনাকে সঙ্গে নিয়েই আমাদের বাঁচতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন বিশ্বের বিশেষজ্ঞ মহল৷ এই পরিস্থিতিতে করোনা ও চিকেন পক্সকে অন্যান্য সংক্রামক রোগের তালিকভুক্ত করে সবেতন কোয়ারেন্টিন লিভের আওতাভুক্ত করার আর্জি জানান ‘অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (APGTWA)৷ 

করোনা বা চিকেন পক্সে আক্রান্ত হলে শিক্ষক-শিক্ষিকা এবং সকল শিক্ষাকর্মীরা যাতে ৩০ দিন সবেতন ছুটি পান, সেই বিষয়ে অবিলম্বে শিক্ষা দফতরকে বিজ্ঞপ্তি জারি করার আবেদন জানিয়েছে APGTWA৷ এছাড়াও তাঁদের দাবি, ১১ জুন, ২০২০ পশ্চিমবঙ্গ সর্ব শিক্ষা মিশন ( PBSSM)-এর বিজ্ঞপ্তি অনুযায়ী ইউডাইস (Udise+)-এর মাধ্যমে নর্মাল বা এইচএস সেকসনে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা যে পদে অনুমোদন পেয়েছেন, সেই অনুযায়ী প্রকৃত তথ্য ইউডাইসে আপলোড করতে হবে৷ এতদিন স্কুল বন্ধ থাকায় ইউডাইসে কাজের সময়সীমা বাড়ানোর আর্জিও জানানো হয়েছে৷ কারণ, এই কাজের জন্য স্কুলে উপস্থিত থাকাটা একান্তভাবে বাঞ্ছনীয়৷  

শিক্ষা দফতরের ঘোষণা অনুযায়ী, স্কুল ও মাদ্রাসাগুলি খোলার পর স্কুলের ছাত্র সংখ্যা ও পরিকাঠানোর ভিত্তিতে পড়ুয়াদের সুরক্ষার স্বার্থে বিকল্প দিনে শুধুমাত্র নবম ও দশম শ্রেণির ক্লাস শুরু করতে হবে বলেও আবেদন জানানো হয়েছে৷ পাশাপাশি পঞ্চম থেকে অষ্টম শ্রেণির অ্যাকটিভিটি টাস্ক, প্রশ্ন-উত্তর জমা দেওয়া-নেওয়ার মাধ্যমে পঠন পাঠন শুরু করার আর্জিও জানানো হয়েছে৷ APGTWA-এর আবেদন, পুজোর ছুটির আগে পর্যন্ত পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য সপ্তাহে অন্তত একদিন করে টাস্ক বা প্রশ্ন উত্তর জমা দেওয়া-নেওয়ার বন্দোবস্ত করা হোক৷ 

শিক্ষা দফতরের তরফে সমস্ত ক্লাসের জন্য অ্যাকটিভিটি টাস্ক দেওয়া হলেও, রাজ্যের পড়ুয়াদের স্বার্থে জুলাই মাসে মিড ডে মিল বিতরণের সময় তাদের জন্য অ্যাকটিভিটি টাস্ক ও সিলেবাস ভিত্তিক প্রশ্নাবলী বইয়ের আকারে তুলে দেওয়ার আর্জিও জানানো হয়েছে৷ তাঁদের মতে, এর ফলে উপকৃত হবে রাজ্যের হাজার হাজার দুস্থ ছাত্রছাত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + nineteen =