ফুড ইন্সপেক্টর পরীক্ষায় নয়া ‘কেলেঙ্কারি’, বিক্ষোভ চাকরি-প্রার্থীদের

আজ বিকেল: ফুড ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষার বসার আগেই নয়া ‘কেলেঙ্কারি’র পর্দাফাঁস করলেন কয়েকশো চাকরিপ্রার্থী৷ রবিবার পরীক্ষা শুরুর আগে পুলিশের বিরুদ্ধে ‘তোলাবাজি’র অভিযোগ এনে বিক্ষোভ দেখান চাকরি-প্রার্থীদের একাংশ৷ ৫০ টাকার বিনিময়ে ব্যাগ রাখার ব্যবস্থার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভের দেখান চাকরি-প্রার্থীদের একাংশ৷ আর জেরে কলকাতার কৃষ্ণপুর আদর্শ বিদ্যালয়ে চত্বরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পরে, পুলিশ কর্তাদের আশ্বাসে

ফুড ইন্সপেক্টর পরীক্ষায় নয়া ‘কেলেঙ্কারি’, বিক্ষোভ চাকরি-প্রার্থীদের

আজ বিকেল: ফুড ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষার বসার আগেই নয়া ‘কেলেঙ্কারি’র পর্দাফাঁস করলেন কয়েকশো চাকরিপ্রার্থী৷ রবিবার পরীক্ষা শুরুর আগে পুলিশের বিরুদ্ধে ‘তোলাবাজি’র অভিযোগ এনে বিক্ষোভ দেখান চাকরি-প্রার্থীদের একাংশ৷ ৫০ টাকার বিনিময়ে ব্যাগ রাখার ব্যবস্থার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভের দেখান চাকরি-প্রার্থীদের একাংশ৷ আর জেরে কলকাতার কৃষ্ণপুর আদর্শ বিদ্যালয়ে চত্বরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পরে, পুলিশ কর্তাদের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

আরও পড়ুন: ফুড ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্নপত্র ‘ফাঁস’! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

আরও পড়ুন- ফুড ইন্সপেক্টর পরীক্ষায় প্রশ্নপত্র বিভ্রাট, জীবন হাতে বাড়ি ফিরলেন পরীক্ষার্থীরা

চাকরিপ্রার্থীদের অভিযোগ, ফুড ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষায় চাকরি-প্রার্থীদের ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার উপর বিধিনিষেধ জারি করা হয়৷ স্কুল গেটের বাইরে পরীক্ষার্থীদের ব্যাগ রাখতে বলা হয়৷ অথবা, পাশের একটি দোকানে ৩০ থেকে ৫০ টাকার বিনিময়ে ব্যাগ রাখতে বলা হয়৷ এতেই ক্ষোভে ফেটে পড়েন চাকরি-প্রার্থীদের একাংশ৷ তাঁদের অভিযোগ, টাকা বিনিময়ে নির্দিষ্ট দোকানে ব্যাগ রাখার কথা বলেন এক পুলিশ কর্মী৷ ওই পুলিশ কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা৷ পরে, পরিস্থিতির গুরুত্ব বুঝে মাঠে নামেন এক পুলিশকর্তা৷ পরিস্থিতি সামাল দেন৷ পরে, চাকরি-প্রার্থীদের ব্যাগ পরীক্ষাকেন্দ্রের মধ্যে নির্দিষ্ট জায়গায় রাখতে বলা হয়৷

প্রায় সাড়ে ন’শোর বেশি শূন্যপদের জন্য ১১ লক্ষ ৬০ হাজার প্রার্থী পরীক্ষায় বসছেন আজ৷ ২০০৯ সালে পিএসসি রাজ্য সরকারি দপ্তরে গ্রুপ-ডি পরীক্ষার আয়োজন করেছিল৷ সেখানে প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী থাকলেও তিনদিন ধরে তিনটি ব্যাচে পৃথকভাবে তা অনুষ্ঠিত হয়েছিল। যার জন্য প্রতিটি ব্যাচের ক্ষেত্রে তিনটি করে মোট ন’টি পৃথক প্রশ্নপত্রের সেট তৈরি করতে হয়েছিল পিএসসি’কে৷ কিন্তু আজ রবিবারের পরীক্ষায় একদিনে এক সেট প্রশ্নপত্রের মাধ্যমে ফুড ইন্সপেক্টর পদে পরীক্ষা চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =