নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর কেন্দ্রের ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের বিষয়ে এবার বিস্তারিত ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷
আজ বিকেলে সাংবাদিক বৈঠক করে অর্থমন্ত্রী জানিয়েছেন, গরিবদের স্বার্থে কেন্দ্র সরকার কাজ করছে৷ দেশের বিকাশের জন্য আত্মনির্ভর ভারতের মাধ্যমে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে৷ সরকার ২০ লক্ষ টাকা আর্থিক প্যাকেজ দেওয়া হবে৷ গরিবদের জন্য নিরলসভাবে কেন্দ্র সরকার তার কাজ চালিয়ে যাচ্ছে৷ এই আত্মনির্ভর ভারত প্রকল্পের একটাই লক্ষ্য দেশীয় পণ্যের প্রচার করা৷ যার মধ্যে দিয়ে দেশীয় অর্থনীতি চাঙ্গা হবে৷ আর্থিক সংস্কার করেছে এই সরকার৷ যাতে কেউ অসুবিধায় না পড়েন, তার জন্য কেন্দ্র সরকার সব সময় পর্যাপ্ত ব্যবস্থা করছে বলেও জানিয়েছেন তিনি৷
অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য তিন লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে৷ চার বছরের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ দেওয়া হবে৷ এক বছর ক্ষুদ্র শিল্পের জন্য ঋণ স্থগিত থাকবে৷ ক্ষুদ্র-মাঝারি শিল্পের জন্য ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি৷ চার বছরের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঋণ দেওয়া হবে৷ কোনও শর্ত ছাড়া ৩ লক্ষ টাকার ঋণ দেওয়া হবে৷ এক বছরের জন্য সুদ নেওয়া স্থগিত থাকবে৷ ৪৫ লক্ষ ক্ষুদ্র-মাঝারি ইউনিট এই প্রকল্পের সুবিধা পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী৷
চাকরিজীবীদের জন্য সুখবর শুনিয়েছেন নির্মালা৷ জুন, জুলাই, আগস্ট মাস পর্যন্ত ইপিএফের কন্ট্রিবিউশন করবে সরকার৷ এক্ষেত্রে কর্মচারীদের বেতন থেকে ইপিএফের কোনও টাকা কাটা হবে না৷ মার্চ থেকে আগামী আগস্ট পর্যন্ত চাকরিজীবীদের জন্য ২৪% অর্থ কেন্দ্র সরকার বহন করবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷ এর জন্য সারে ৭২ লক্ষ চাকরিজীবী উপকৃত হবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী৷ আড়াই হাজার কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে৷ একই সঙ্গে সেপ্টেম্বর থেকে নিয়োগকারী সংস্থা ইপিএফে কর্মীদের মানে ১০ শতাংশ করে টাকা জমা করাবেন৷ আগে দিতে হত ১২ শতাংশ৷ ইপিএফে নিয়োগ সংস্থার কন্ট্রিবিউশন ১০ শতাংশ হওয়ায় চাকরিজীবীদের পিএফ সঞ্চয় কমবে বলেও আশঙ্কা প্রকাশ করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷