সরকারি চাকরি তুলে দিচ্ছে সরকার? কেন্দ্রীয় সংস্থায় বেসরকারিকরণে সায় কেন্দ্রের!

সরকারি চাকরি তুলে দিচ্ছে সরকার? কেন্দ্রীয় সংস্থায় বেসরকারিকরণে সায় কেন্দ্রের!

 

নয়াদিল্লি: ‘আত্মনির্ভর ভারত’ লক্ষ্যে ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ আগেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই ঘোষণা অনুযায়ী আজ রবিবার পঞ্চম পর্যায়ে সরকারি সংস্থাগুলির নিয়ন্ত্রণ বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার বিষয়ে নীতিগর সিদ্ধান্তের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ সরকারের নয়া নীতির জেরে লাটে অস্তিত্ব হারাতে পারে সরকারি চাকরির সুবিধা!

আজ, রবিবার পশ্চম দফায় স্বাস্থ্য থেকে শিক্ষা, শ্রমিক সমস্যা থেকে ব্যবসায়ীক ক্ষেত্রে বেশ কিছু নয়া  প্যাকেজ ঘোষণা করছেন অর্থমন্ত্রী৷যার মধ্যে অন্যতম ১০০ দিনের কাজ প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি৷ আজ নতুন করে ৪০ হাজার কোটির অতিরিক্ত প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ ১০০ দিনের কাজের বরাদ্দ বৃদ্ধির জরুরি ঘোষণা হবেও সরকারি সংস্থাগুলিকে বেসরকারিকরণে বিষয়ে কেন্দ্রীয় সরকারের সায় দেওয়া ঘটনা ঘিরে নতুন করে তৈরি জমতে শুরু করেছে আশঙ্কার মেঘ৷

আজ রবিবার সাংবাদিক বৈঠক করে করোনা পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি ক্ষেত্র নিয়ে বেশ কিছু পরিবর্তন আনার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ সরকারি সংস্থাগুলিকে বেসরকারিকরণের দরজা পুরোপুরি খুলে দেওয়ার প্রসঙ্গে অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘‘করোনা পরিস্থিতিতে সরকারি সংস্থাগুলির ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন আনার সময় এসে গিয়েছে৷ আর সেই কারণে সরকারি সংস্থাগুলির জন্য একটি বিশেষ স্ট্র্যোটেজিক সেক্টরের তালিকা তৈরি করা হবে৷ কোন সংস্থাগুলিকে বেসরকারিকরণ করা হবে, বিস্তারিত তালিকা প্রকাশ করে বিলগ্নীকরণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে৷’’ একই সঙ্গে সরকারি সংস্থাগুলিকে সংযুক্তিকরণের প্রক্রিয়া আরও গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী৷ ঠিক যে ভাবে ব্যাংকগুলি সংযুক্তিকরণ করা হয়েছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে সরকারি সংস্থাগুলির অস্তিত্বও কমিয়ে আনা হতে পারে৷