চাকরি বাঁচাতে গিয়ে রাজপথে গ্রেপ্তার ১০০ অতিথি শিক্ষক

কলকাতা: স্থায়ীকরণের দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন বাংলার কয়েকশো অতিথি শিক্ষক৷ কিন্তু, রাজপথে নামে স্থায়ীকরণের দাবি দাবি জানাতেই রাজপথ থেকেই গ্রেপ্তার অন্তত ১০০ অতিথি শিক্ষক৷ অবিলম্বে আন্দোলকারীদের মুক্তির দাবিতে অনশনে নামার হুঁশারি শিক্ষকদের৷ ২০১০-র পরে রাজ্যের বিভিন্ন কলেজে নিযুক্ত অতিথি অধ্যাপকরা অবহেলিত। মাসিক তিন থেকে চার হাজার টাকা বেতনেই তাঁদের কলেজে শিক্ষকতা করতে হচ্ছে। কিন্তু

চাকরি বাঁচাতে গিয়ে রাজপথে গ্রেপ্তার ১০০ অতিথি শিক্ষক

কলকাতা: স্থায়ীকরণের দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন বাংলার কয়েকশো অতিথি শিক্ষক৷ কিন্তু, রাজপথে নামে স্থায়ীকরণের দাবি দাবি জানাতেই রাজপথ থেকেই গ্রেপ্তার অন্তত ১০০ অতিথি শিক্ষক৷ অবিলম্বে আন্দোলকারীদের মুক্তির দাবিতে অনশনে নামার হুঁশারি শিক্ষকদের৷

২০১০-র পরে রাজ্যের বিভিন্ন কলেজে নিযুক্ত অতিথি অধ্যাপকরা অবহেলিত। মাসিক তিন থেকে চার হাজার টাকা বেতনেই তাঁদের কলেজে শিক্ষকতা করতে হচ্ছে। কিন্তু বাম-আমলে নিযুক্ত আংশিক সময়ের শিক্ষকরা সম্মান দক্ষিণা থেকে শুরু করে ৬০ বছর পর্যন্ত চাকরির স্থায়িত্ব সবই পেয়েছেন। বর্তমান সরকার সমস্ত সুযোগ সুবিধাই এঁদের দিয়েছে। কিন্তু ২০১০-র পর যাঁরা কলেজে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন, তাঁরা কিন্তু বঞ্চিতই রয়ে যাচ্ছেন। এবার নিজেদের অধিকার বুঝে নিতে আজ পথে নামেন রাজ্যের অতিথি শিক্ষকরা।

শিক্ষকদের একটাই দাবি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী হিসেবে বাংলার রাস্তায় জন অধিকার রক্ষায় সরব হয়েছেন, সেই সময় এই শিক্ষকরাই তাঁকে সমর্থন জুগিয়েছেন। এখন জাতীয় খসড়া শিক্ষানীতির কোপে পড়ে যেকোনওদিন তাঁদের চাকরি চলে যেতে পারে। তৃণমূল সরকারের কাছে শিক্ষকদের আবেদন, অতিথি শিক্ষকদের জন্য কিছু করুন।

ন্যায্য অধিকার বুঝে নেওয়ার জন্য লড়াইতে নামতে পিছপা নন অতিথি শিক্ষকরা। আজ হাজরা মোড়ে অতিথি শিক্ষকরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। চাকরির স্থায়ীকরণের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গেই দেখা করতেও চান তাঁরা৷ কিন্তু, বিক্ষোভ শুরু হতেই শিক্ষকদের গ্রেপ্তার করে পুলিশ৷ নিয়ে যাওয়া হয় লালবাজারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =