শিক্ষক নিয়োগে ৭টি গুরুত্বপূর্ণ আপডেট

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠক বেশ কয়েকটি দাবি ছিনিয়ে আনল SSC যুব-ছাত্র অধিকার মঞ্চের প্রতিনিধিরা৷ আজ, বৃহস্পতিবার বেশ কিছু দাবিদাওয়া নিয়ে কমিশনের দ্বারস্থ হন চাকরি-প্রার্থীদের একটি প্রতিনিধি দল৷ দীর্ঘ বৈঠকের পর শিক্ষক নিয়োগে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন তারা৷ SSC যুব-ছাত্র অধিকার মঞ্চের তরফে জানানো হয়েছে- ১. জানুয়ারির প্রথম সপ্তাহে নবম-দশমের জয়েনিং,

শিক্ষক নিয়োগে ৭টি গুরুত্বপূর্ণ আপডেট

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠক বেশ কয়েকটি দাবি ছিনিয়ে আনল SSC যুব-ছাত্র অধিকার মঞ্চের প্রতিনিধিরা৷ আজ, বৃহস্পতিবার বেশ কিছু দাবিদাওয়া নিয়ে কমিশনের দ্বারস্থ হন চাকরি-প্রার্থীদের একটি প্রতিনিধি দল৷ দীর্ঘ বৈঠকের পর শিক্ষক নিয়োগে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন তারা৷

SSC যুব-ছাত্র অধিকার মঞ্চের তরফে জানানো হয়েছে-



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

১. জানুয়ারির প্রথম সপ্তাহে নবম-দশমের জয়েনিং, নোটিশ দু’এক দিনের মধ্যেই দেওয়া হবে, ওয়েবসাইটে নজর রাখুন৷ বাংলার জয়েনিং দিতে দেরি হবে৷
২. এরপর নবম-দশমের ২ য় কাউন্সেলিং শুরু করা হবে, জানুয়ারিতেই হবে নির্দিষ্ট ডেট জানানো হয়নি৷
৩. একাদশ-দ্বাদশের ৩য় কাউন্সেলিং এখনই শুরু হচ্ছে না৷ শূন্যপদ সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে৷
৪. শূন্যপদ সংক্রান্ত সমস্যা মেটানো হচ্ছে৷ বিকাশ ভবন থেকে যেরকম নির্দেশ দিচ্ছে আচার্য সদন সেরকম করছে।
৫. রি-কল করা হবে কি না? কমিশনের তরফে খবর, রি-কল হবেই৷ কিন্তু এদিন চাকরি-প্রার্থীদের তরফে গেজেটের 7/C, 8 নং কলাম অনুযায়ী রি-কল না করার দাবি জানানো হয়৷ তাতে আমল দেয়নি কমিশন৷
৬. ২য় কাউন্সেলিং বাংলা-সহ সব সাবজেক্ট একসঙ্গে হবে।
৭. বিকাশ ভবনে সংশ্লিষ্ট আধিকারিক দপ্তরে না থাকায় আপডেট ভ্যাকান্সি বিষয়টা জানতে পারেননি চাকরিপ্রার্থীরা৷ তবে বিকাশ ভবনের আইন বিভাগ ও শিক্ষা দফতরে রি-কল, ভ্যাকান্সি প্রবলেম বিষয়ে কমিশনকে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =