বাড়ছে না পারিশ্রমিক! বিদ্রোহ এবার দমকল কর্মীদের

বাড়ছে না পারিশ্রমিক! বিদ্রোহ এবার দমকল কর্মীদের

কলকাতা: গত দেড় বছরে ৩ জন মন্ত্রী বদল হয়েছে দমকলে৷ কিন্তু, মন্ত্রী বদল হলেও নেভেনি দমকল কর্মীদের ক্ষোভের আগুন৷ তার উপর কলকাতা পুরসভার বদলে শহর কলকাতার রাস্তা জল দিয়ে পরিষ্কার দায়িত্ব পেয়েছে দমকল৷ কাজের চাপ বাড়লেও মিলছে অতিরিক্ত কাজের পারিশ্রমিক৷ আর তাতেই ক্ষোভের আগুন বাড়ছে দমকল কর্মী মহলে৷

প্রবল কর্মীসঙ্কটের সঙ্গে অতিরিক্ত কাজের চাপ, জোড়া বিড়ম্বনায় জমছে দমকল কর্মীদের দীর্ঘদিনের ক্ষোভ৷ অভিযোগ, অতিরিক্ত কাজের পারিশ্রমিকের মূল্য বৃদ্ধি হচ্ছে না৷ কর্মীদের দাবিও গুরুত্ব পাচ্ছে না বলে অভিযোগ দমকল কর্মীদের৷ কাজের চাপে কখনও কখনও ২-৫ ঘণ্টা অতিরিক্ত কাজ করতে হচ্ছে৷ কিন্তু, অতিরিক্ত কাজ করলেও মিলছে না পরিশ্রমিক৷ আর এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ দমকল কর্মীরা৷ সঙ্গে রয়েছে বদলি হওয়ার ভয়৷

দীর্ঘদিন ধরেই দমকল দপ্তর লোকবলের অভাবে ধুঁকছে৷ নেই পর্যাপ্ত সংখ্যক ফায়ার অপারেটর৷ অগ্নিকাণ্ডের সময় দমকলের গাড়ির চালকের অভাবও রয়েছে৷ সঙ্গে অতিরিক্ত কাজের চাপ৷ কিন্তু, সেই অনুযায়ী পরিশ্রম মিলছে না বলেও অভিযোগ তুলতে শুরু করেছেন কর্মীদের একাংশ৷ প্রকাশ্যে এই নিয়ে কিছু না বলতে চাইলেও দমকল কর্মী মহলে চলছে চোরা বিক্ষোভ৷

দমকল দপ্তর সূত্রে খবর, মূলত তিনটি ধাপে কাজ হয় দমকল বিভাগে৷ সকালের ডিউটি ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ও দুপুরের ১টা থেকে রাত ৮টা পর্যন্ত৷ রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত কাজ হয়ে থাকে৷ কিন্তু, কর্মীর অভাবের কাজের সময় বাড়লেও ঘণ্টাপিছু পান মাত্র সাত টাকা করে বরাদ্দ করা হয়েছে৷ ফলে, এই ভাতা বাড়ানোর দাবি তুলছেন কর্মীদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *