রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর

কলকাতা: ভোটের আগে কর্মী বিক্ষোভের আঁচ পেয়ে রাজ্য বাজেটে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ সোমবার বিরোধীদের বিক্ষোভ উপেক্ষা করে বাজেট পেশ করেন তিনি৷ বাজেটে স্থায়ী সরকারি কর্মচারীদের জন্য কোনও ঘোষণা না হলেও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বেতন বৃদ্ধির প্রস্তাব দেন৷ জানান, এখন থেকে ঠিকা গ্রুপ ডি কর্মচারীরা মাধ্যমিক পাশ হলে গ্রুপ সি-র মর্যাদা ও বেতন

f53d9ecb4f2d690989904656c09d20d7

রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর

কলকাতা: ভোটের আগে কর্মী বিক্ষোভের আঁচ পেয়ে রাজ্য বাজেটে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ সোমবার বিরোধীদের বিক্ষোভ উপেক্ষা করে বাজেট পেশ করেন তিনি৷ বাজেটে স্থায়ী সরকারি কর্মচারীদের জন্য কোনও ঘোষণা না হলেও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বেতন বৃদ্ধির প্রস্তাব দেন৷

জানান, এখন থেকে ঠিকা গ্রুপ ডি কর্মচারীরা মাধ্যমিক পাশ হলে গ্রুপ সি-র মর্যাদা ও বেতন পাবেন৷ একই সঙ্গে এদিন রাজ্য বাজেটে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ভাতা ৫০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত চলতি মাস থেকেই লাগু হবে বলেও জানান তিনি৷ চুক্তি ভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মীদের বেতন ২ হাজার টাকা করে বাড়তে চলেছে বলেও জানান অর্থমন্ত্রী৷

বেকার যুবকদের ১ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার৷ সোমবার বাজেট পেশ করে বলেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ এদিন তিনি বলেন, ‘‘আমরা বাংলার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের এককালীন এক লক্ষ টাকা করে অনুদান দেব৷’’ প্রতি বছর ৫০ হাজার বেকার যুবক-যুবতীকে স্বনিযুক্তি প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হবে বলে বাজেট প্রস্তাব দেন তিনি৷

বিরোধীদের বিক্ষোভ উপেক্ষা করে বাজেট পেশ অমিত মিত্র৷ এদিন বাম-কংগ্রেসের বিক্ষোভ উড়িয়ে দেশের তুলানায় রাজ্যের উন্নয়নের তুলোনা টানেন অমিত মিত্র৷ এদিন বলেন, দেশে কৃষক আত্মহত্যা করলেও বাংলায় তাঁদের আয় বেড়েছে তিনগুন৷

শিক্ষক দেশের তুলনায় বাংলায় শিল্প বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি৷ তৃণমূল সরকারের আমলে সব থেকে বেশি কর্মসংস্থান হয়েছে বলেও জানান তিনি৷ রাজ্যে ৩২ লক্ষ কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী৷

এদিন বাজেট পেশ করে রাজ্যের অর্থমন্ত্রী জানান, বাংলার জিএসডিপি দুগুনেরও বেশি বেড়েছে৷ ২০১৭-১৮ অর্থবর্ষে এই বৃদ্ধির হার ১১.৪৬ শতাংশ হয়েছে৷ যা দেশের সার্বিক উন্নয়নের হারের থেকে অনেক বেশি৷ ওই একই অর্থবর্ষে জিভিএ বেড়েছে ১১.৮ শতাংশ৷ রাজ্যের কর আদায় বেড়েছে দুগুনেরও বেশি৷ স্থায়ী এবং সামাজিক পরিকাঠামো খাতে ব্যয় বেড়েছে চারগুনের বেশি৷ ৯০ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে৷ যেখানে সারা দেশের ৪০ শতাংশ বেকারত্ব কমেছে৷

২০১৮ সালের বাজেটে সরকার দুটি নতুন প্রকল্প ঘোষণা হয়৷ রূপশ্রী ও মানবিক৷ রূপশ্রী প্রকল্পে আর্থিকভাবে দুর্বল পরিবারের কোনও পূর্ণবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সরকারের তরফে এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয়েছে৷  অন্যদিকে মানবিক প্রকল্পে ৪০ শতাংশ বা তারও বেশি শারীরিকভাবে অক্ষমদের মাসিক ১০০০ টাকা করে ভাতা দেওয়া শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *