অবশেষে কর্মী ছাঁটাই শুরু পূর্ব রেলে, সিঁদুরে মেঘের আশঙ্কা

কলকাতা: পূর্ব রেলে শুরু হচ্ছে কর্মী ছাঁটাই পর্ব! পূর্ব রেলের নয়া নির্দেশে বাড়ছে আশঙ্কা৷ হাওড়া ও শিয়ালদহ শাখায় রেল কর্মী সংস্থা কমাতে বিভাগীয় প্রধানদের থেকে চাওয়া হয়েছে তথ্য৷ পূর্ব রেল সূত্রে খবর, প্রথম ধাপে ছাঁটাই হতে পারেন ১৮৯২ জন কর্মী৷ ইতিমধ্যেই সমস্ত ডিভিশন ও বিভাগকে কর্মী তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে৷ কর্মীসংখ্যা চাওয়া হয়েছে ওই

অবশেষে কর্মী ছাঁটাই শুরু পূর্ব রেলে, সিঁদুরে মেঘের আশঙ্কা

কলকাতা: পূর্ব রেলে শুরু হচ্ছে কর্মী ছাঁটাই পর্ব! পূর্ব রেলের নয়া নির্দেশে বাড়ছে আশঙ্কা৷ হাওড়া ও শিয়ালদহ শাখায় রেল কর্মী সংস্থা কমাতে বিভাগীয় প্রধানদের থেকে চাওয়া হয়েছে তথ্য৷

পূর্ব রেল সূত্রে খবর, প্রথম ধাপে ছাঁটাই হতে পারেন ১৮৯২ জন কর্মী৷ ইতিমধ্যেই সমস্ত ডিভিশন ও বিভাগকে কর্মী তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে৷ কর্মীসংখ্যা চাওয়া হয়েছে ওই রিপোর্টে৷ ২০১৯-২০ বর্ষে নতুন নীতি আনতে চলেছে রেল৷ সেখানে ছাঁটাই পর্ব শুরু করার ইঙ্গিত মিলেছে৷ কোন বিভাগে কত জন কর্মী আছেন, সেই সংখ্যা নভেম্বরের মধ্যেই বিস্তারিত তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷ তবে, সরাসরি কর্মী ছাঁটাইয়ের বিষয়ে রেলের তরফে কোনও ঘোষণা না করা হলেও ছাঁটাই আশঙ্কা করছেন কর্মীদের একাংশ৷

যদিও এর আগে রেলে কর্মী ছাঁটাই নিয়ে ব্যাখ্যা দিতে কার্যত বাধ্য হয় মন্ত্রক৷ ঘুরপথে অন্তত ৩ লক্ষ কর্মীর আগাম অবসর নেওয়ার বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয় বিতর্ক৷ সরাসরি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া না হলেও ঘুরপথে কর্মীদের কর্মদক্ষতা বিবেচনা করে আগাম অবসর নিতে বাধ্য করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল রেল৷ বিজ্ঞপ্তি জারি করে রেলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, এখন থেকে কর্মীদের বিচার করা হবে পারফরম্যান্স৷ এর আগেও বিচার করা হতো কর্মীদের পারফরম্যান্স। কিন্তু সেভাবে তখন গুরুত্ব দেওয়া হত না৷ এখন থেকে রেল কর্মীদের পারফরম্যান্স বিবেচনা করা হবে৷ পারফরম্যান্স আশানুরূপ না হলে ওই কর্মীকে আগাম অবসরের প্রস্তাব দেওয়া হতে পারে৷ রেল মন্ত্রক কখনই কর্মী ছাঁটাই করবে না৷ গত ২০১৪ থেকে ১ লক্ষ ৮৪ হাজার ২৬২ জনকে চাকরি দিয়েছে রেল৷ কখনই রেল কর্মী ছাঁটাই করেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =