অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি SSC-র, দীর্ঘ লড়াইয়ের সাফল্য

কলকাতা: ধারাবাহিক ভাবে আন্দোলন করে অবশেষে এল সাফল্য৷ শনিবার ওয়ার্ক ও ফিজিক্যালে শিক্ষক নিয়োগে ১০ শতাংশ সংরক্ষণের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন৷ আগামী ৩১ জুলাই কাউন্সেলিংয়ের দিন ধার্য করছে কমিশন৷ তবে, কারা কবে ডাক পাবেন, তা আগামী ২৪ জুলাই সন্ধ্যার মধ্যে বিজ্ঞপ্তি জারি করে কমিশনের তরফে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে৷ ওই

81427f817e8fa4d0f1e33f10036de09c

অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি SSC-র, দীর্ঘ লড়াইয়ের সাফল্য

কলকাতা: ধারাবাহিক ভাবে আন্দোলন করে অবশেষে এল সাফল্য৷ শনিবার ওয়ার্ক ও ফিজিক্যালে শিক্ষক নিয়োগে ১০ শতাংশ সংরক্ষণের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন৷ আগামী ৩১ জুলাই কাউন্সেলিংয়ের দিন ধার্য করছে কমিশন৷ তবে, কারা কবে ডাক পাবেন, তা আগামী ২৪ জুলাই সন্ধ্যার মধ্যে বিজ্ঞপ্তি জারি করে কমিশনের তরফে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে৷ ওই দিন থেকে অনুবেদন চিঠি ডাইনলোড করতে পারেন৷

অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি SSC-র, দীর্ঘ লড়াইয়ের সাফল্য

এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর বড়সড় স্বস্তি পেয়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ কেননা দীর্ঘ দিন ধরে এই নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন চাকরিপ্রার্থীরা৷ দীর্ঘ লড়াইয়ের সাফল্য প্রসঙ্গে ইন্দ্রজিৎ ঘোষ বলেন, ‘‘২০১৭ সালে পরীক্ষা নিয়েছিল ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা হয়৷ তার পর আবার আন্দোলন করে সলাফল প্রকাশ করতে হয়৷ তার পর ২২ জুন ২০১৮ তে ব্যপক জমায়েত করে বিকাশ ভবন ঘেরাও করা হয়েছিল৷ তার পর SSC সব ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শুরু করে৷ ১০ শতাংশ পার্শ্বশিক্ষকদের জন্য সংরক্ষিত ছিল৷ তার পর মামলা৷ মামলা মেটার পরও নিয়োগ করছিল না কমিশন৷

অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি SSC-র, দীর্ঘ লড়াইয়ের সাফল্যচাকরিপ্রার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ইন্দ্রজিৎ ঘোষ আরও বলেন, ‘‘তারপর প্রায় ৪ বার আচার্য্য সদন ঘেরাও করা হয়৷ গত ৩০ এপ্রিল ১০ শতাংশ পার্শ্বশিক্ষকদের ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের লিস্ট প্রকাশ করে৷ তারপরও কাউন্সেলিং করা হচ্ছিল না৷ আজ চাকরি প্রার্থীর আচর্য সদন ঘেরাও করা হয়৷ দাবি ছিল, কাউন্সেলিংয়ের নোটিশ না দিলে উঠব না৷ অবশেষে বিজ্ঞপ্তি দিল কমিশন৷ আজ অনেকেরই চাকরি পাওয়ার আনন্দে খুব খুশির দিন৷ এই ধারাবাহিক আন্দোলনে থেকে আমার অনুভুতি কিছু কম নয়৷’’

আজ আচার্য্য সদনে ধর্নায় বসে চাকরি প্রার্থী সেলিম আহমেদ ও বিশ্বনাথ শিকদার জানান, ১০ শতাংশ প্যানল ভুক্ত শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরি প্রার্থীরা বহুদিন ধরে নিয়োগপত্র পাচ্ছেন না। ফলাফল প্রকাশ মেধা তালিকার প্রকাশ সবই সম্পন্ন হয়েছে, কিন্তু তারপরের আর কোনও অগ্রগতির ব্যবস্থা করেনি কমিশন। বারবার বিষয়টি নিয়ে কমিশনে আবেদন গেলেও কাউন্সেলিংয়ের কোনও নোটিসই কমিশনের তরফে দেওয়া হয়নি৷ ন্যায্য দাবি আদায়ে আচার্য সদনের সামনে আজ আমরা ধর্নায় বসি৷ পরে চেয়ারম্যান বলেন, আজই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি৷ পরে তা প্রকাশও করা হয়৷ সেই কারণে আমরা কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *