অবশেষে বেতন কমিশনের সুপারিশ ঘোষণা মুখ্যমন্ত্রীর, তবুও জারি ধোঁয়াশা

কলকাতা: অবশেষে বেতন কমিশনের সুপারিশ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রথম দফায় যে রিপোর্ট এসেছে তা আজ পড়ে শোনান মুখ্যমন্ত্রী৷ জানিয়ে দেন, আগামী বছর পয়লা জানুয়ারি থেকে বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা যায় কি না, তা ভেবে দেখবেন৷ তবে বর্ধিত হারে বেতন বৃদ্ধির ঘোষণা হলেও মহার্ঘ ভাতা ও এরিয়ায় নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা৷ শুক্রবার রাজ্য

অবশেষে বেতন কমিশনের সুপারিশ ঘোষণা মুখ্যমন্ত্রীর, তবুও জারি ধোঁয়াশা

কলকাতা: অবশেষে বেতন কমিশনের সুপারিশ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রথম দফায় যে রিপোর্ট এসেছে তা আজ পড়ে শোনান মুখ্যমন্ত্রী৷ জানিয়ে দেন, আগামী বছর পয়লা জানুয়ারি থেকে বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা যায় কি না, তা ভেবে দেখবেন৷ তবে বর্ধিত হারে বেতন বৃদ্ধির ঘোষণা হলেও মহার্ঘ ভাতা ও এরিয়ায় নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা৷

শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা কথা দিয়েছিলাম, বেতন কমিশনের সুপারিশ আমরা মেনে নেব৷ আমি এখান বলে যাচ্ছি, আমরা বেতন কমিশনের সুপারিশ মেনে চলব৷ যতটা সম্ভব, করব৷ আগামী পয়লা জানুয়ারি থেকে এই সুপারিশ চালু করা যায় কি না সে নিয়ে আমরা পরিকল্পনা নিচ্ছি৷’’ এদিন মুখ্যমন্ত্রী বেতন কমিশনের সুপারিশ ঘোষণা করে জানান, গ্র্যাচুইটি উর্ধ্বসীমা ৬ লক্ষ টাকা থেকে বেড়ে ১০ লক্ষ টাকা করা হচ্ছে৷ জানুয়ারি থেকে বর্ধিত হারে সরকারি কর্মীদের বেতনের ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ ন্যূনতম বেসিক ৭ হাজার থেকে ১৭ হাজার ৯৯০ টাকা করার সুপারিশ করা হয়েছে৷ গ্র্যাচুইটির উর্ধ্বসীমা টাকা থেকে বেড়ে ১০ লক্ষ টাকা করার কথা বলা হলেও বকেয়া এরিয়ার কবে থেকে এখনও রয়েছে ধোঁয়াশা৷ ২০১৬র- পয়লা জানুয়ারি থেকে মিলবে এরিয়ার, তা নিয়ে উঠছে প্রশ্ন থাকছে৷ যদিও এই নিয়ে কিছু বলেননি মুখ্যমন্ত্রী৷ সরকারকে যতটা দেবে, সরকারও ঢেলে দেবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷

পুজোর মুখে বড় ঘোষণা, বেতন কমিশনের সুপারিশ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অবশেষে বেতন কমিশনের সুপারিশ ঘোষণা মুখ্যমন্ত্রীর, আগামী বছর থেকে কার্যকর!

Gepostet von Aaj Bikel আজ বিকেল am Freitag, 13. September 2019

অন্যদিকে, পেনশন নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘‘অনেকে বলেন কেন পেলাম না৷ একমাত্র ত্রিপুরায় পেনশন ছিল৷ কেন্দ্রের কন্ট্রিবিউশন পেনশন আছে৷ আমরা সেগুলি তুলে দিতে পারতাম৷ পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা বেঁচে যেত৷ কিন্তু মানবিকতার খাতিরে আমরা কিন্তু পেনশন তুলে দিতে পারেনি৷’’  মহার্ঘ ভাতা ইস্যুতে বলেন, ‘‘৮ বছরে আমরা ৯৩ শতাংশ মহার্ঘ ভাতা দিয়েছি৷ রাজ্যে মাস পয়লা বেতন দেওয়া হয়৷ কারণ আমরা ভোটের সময় ভাওতা দিয়ে দিই না৷ আমরা যা বলি ততটাই করি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =