অবশেষে SSC-র দপ্তরে বিক্ষোভের অনুমতি পুলিশের, তুঙ্গে প্রস্তুতি

কলকাতা: কলকতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবশেষে এসএসসির দপ্তর ঘেরাও করার অনুমতি পেল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ৷ শিক্ষক সংগঠনের তরফে শনিবার পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়৷ হাইকোর্টের নির্দেশ অনুয়ায়ী শিক্ষক সংগঠনের কর্মসূচিতে অবশেষে অনুমোদন দিল বিধাননগর পুলিশ৷ পুলিশি অনুমতি মেলায় আগামী ৫ নভেম্বর সর্বশক্তি দিয়ে এসএসসির দপ্তরে ঝাঁপিয়ে পড়তে চলেছেন শিক্ষকদের একাংশ৷ সৌজন্যে, উচ্চ

অবশেষে SSC-র দপ্তরে বিক্ষোভের অনুমতি পুলিশের, তুঙ্গে প্রস্তুতি

কলকাতা: কলকতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবশেষে এসএসসির দপ্তর ঘেরাও করার অনুমতি পেল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ৷ শিক্ষক সংগঠনের তরফে শনিবার পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়৷ হাইকোর্টের নির্দেশ অনুয়ায়ী শিক্ষক সংগঠনের কর্মসূচিতে অবশেষে অনুমোদন দিল বিধাননগর পুলিশ৷ পুলিশি অনুমতি মেলায় আগামী ৫ নভেম্বর সর্বশক্তি দিয়ে এসএসসির দপ্তরে ঝাঁপিয়ে পড়তে চলেছেন শিক্ষকদের একাংশ৷ সৌজন্যে, উচ্চ প্রাথমিকে মেধাতালিকায় দুর্নীতি৷

এই প্রসঙ্গে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেন, ‘‘অবশেষে হাইকোর্টের নির্দেশের পরে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, স্বচ্ছভাবে মেধাতালিকা প্রকাশ-সহ চূড়ান্ত শূন্যপদ প্রকাশের দাবিতে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আহ্বানে এসএসসির অফিসে অভিযান ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন কর্মসূচির বিষয়ে পুলিশি অনুমতি দিয়েছে বিধাননগর পুলিশ কমিশনার৷ আগামী ৫ নভেম্বর দুপুর ১২টায় সল্টলেকের করুণাময়ী থেকে অভিযান হবে৷’’

অবশেষে SSC-র দপ্তরে বিক্ষোভের অনুমতি পুলিশের, তুঙ্গে প্রস্তুতিতিনি আরও বলেন, ‘‘গত ১৮ অক্টোবর বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল৷ কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ার সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টের অবসরকালীন বেঞ্চে বিচাপতি শম্পা সরকারের এজলাসে গত ১৭ অক্টোবর মামলা দায়ের হয়েছিল৷ কলকাতা হাইকোর্টে বিধাননগর পুলিশকে তীব্র ভর্ৎসনা করে জানিয়ে দেয়, মিছিল-মিটিং করা নাগরিক অধিকার৷ কিছুতেই তা হরণ করা যাবে না৷ একই সঙ্গে আমাদের কর্মসূচি অনুমোদন দেওয়ার নির্দেশ দেয় আদালত৷ আমরা প্রস্তুত, এসএসসির দপ্তর কাঁপাতে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 17 =