কলকাতা: টানা ২৬ দিন অনশনের পর অবশেষে আগামীকাল দুপুর একটায় পার্শ্ব শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষামন্ত্রী ডাকে সাড়া দিয়েছেন শিক্ষকরা৷ বেতন সংক্রান্ত দাবি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে৷ শিক্ষামন্ত্রীর সঙ্গে বিকাশ ভবনে পার্শ্ব শিক্ষকদের বৈঠক হওয়ার কথা৷ আজ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের নেতৃত্বে ফোন মারফত এই বার্তা পাঠানো হয়েছে বলে খবর৷ তবে, বৈঠকে সমস্যা না মেটা পর্যন্ত অনশন-ধর্না জারি থাকবে বলেও আন্দোলনকারীদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷
এর আগে গত শনিবার সাংবাদিক বৈঠকে পার্শ্বশিক্ষকদের কাজে যোগ দেওয়ার আবেদন জানিয়ে শিক্ষামন্ত্রী জানান, আন্দোলনের ফলে পার্শ্বশিক্ষকদের যেমন স্বাস্থ্যহানি হচ্ছে তেমনই দীর্ঘ সময় ধরে পঠন পাঠনের কাজ ব্যাহত হওয়ায় ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও ধৈর্য হারাচ্ছেন৷ শিক্ষামন্ত্রীর কাছে এনিয়ে চিঠিও পাঠাচ্ছেন তাঁরা৷ শিক্ষামন্ত্রী বলেন, ‘‘যাদের কাছে দাবি রাখছেন তাদের বিরুদ্ধে আন্দোলন করছেন পার্শ্বশিক্ষকরা৷’’
আন্দোলনরত পার্শ্বশিক্ষকরা আলোচনায় বসার আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছেন, একথা স্বীকার করে নিয়ে শিক্ষা মন্ত্রী জানিয়েছেন আগামী মঙ্গলবার এই আলোচনার বিষয়টি দেখবেন৷ বাম আমলে পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের কথা উল্লেখ করে এদিন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘সরকার যত সুবিধা দিচ্ছে ততই কেউ কেউ মনে করছেন যে এসব আন্দোলন করেই তাড়াতাড়ি দাবি আদায় করা যাবে৷ বর্তমান রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের জন্য যে সহানুভূতি দেখিয়েছে এবং তাদের প্রতি যে সুবিচার করেছে সে বিষয়ে আগের সরকার কোন কথাই বলতে রাজি ছিল না৷ যদিও এখন সেই দলেরই নেতৃত্বরাই রাস্তায় নেমে পার্শ্বশিক্ষকদের উস্কানি দিচ্ছে৷’’ বলে এদিন বাম নেতৃত্বদের কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী৷