অবশেষে বেতন কাঠামো পুনর্বিন্যাসের নির্দেশ নবান্নের, আসছে সুখবর!

কলকাতা: অবশেষে শিক্ষা দপ্তরের স্বশাসিত বোর্ডে নিয়োজিত কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর৷ বিজ্ঞপ্তি জারি করে বোর্ডের কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এনে বেতন কাঠামো বিন্যাসের নির্দেশ দেওয়া হয়েছে৷ এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি৷ পয়লা অক্টোবর জারি করা বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার পোষিত সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মীদের বেতন

3 stocks recomended

কলকাতা: অবশেষে শিক্ষা দপ্তরের স্বশাসিত বোর্ডে নিয়োজিত কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর৷ বিজ্ঞপ্তি জারি করে বোর্ডের কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এনে বেতন কাঠামো বিন্যাসের নির্দেশ দেওয়া হয়েছে৷ এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি৷

পয়লা অক্টোবর জারি করা বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার পোষিত সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করতে৷ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হাই সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন-সহ সমস্ত বোর্ডের কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার করুক ষষ্ঠ বেতন কমিশন৷ তিন মাসের মধ্যে নয়া বেতনকাঠামোর সুপারিশ জমা দিতে ষষ্ঠ বেতন কমিশনকে আর্জি জানানো হয়েছে৷ (বিজ্ঞপ্তি দেখুন- www.wbfin.nic.in/writereaddata/5695-F(P2).pdf)

গত ১৩ সেপ্টেম্বর বেতন কমিশনের সুপারিশ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রথম দফায় রিপোর্ট পড়ে শোনান মুখ্যমন্ত্রী৷ জানিয়ে দেন, আগামী বছর পয়লা জানুয়ারি থেকে বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা যায় কি না, তা ভেবে দেখবেন৷ পরে, মন্ত্রিসভায় রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সুপারিশে অনুমোদন দেওয়া হয়৷ বেতন কমিশনের সুপারিশে বর্তমানে মূল বেতন ও মহার্ঘভাতার ওপর ১৪.২ শতাংশ বেতন বাড়ানো হয়েছে৷

তার উপর ২০১৬ সাল থেকে ৩ বছরে ৩ শতাংশ হারে নোশনাল ইফেক্ট দেওয়া হবে৷ আগে কোনও কর্মটারীর ১০০ টাকার মূল বেতন হলে এখন পাবেন ২৮০ টাকা ৯০ পয়সা৷ যদিও, রোপা ২০১৯ জারি করে সরকারি কর্মীদের কোনও বকেয়া দেওয়া হবে না সাফ জানিয়ে দিয়েছে রাজ্য সরকার৷ মহার্ঘ ভাতা বিষয়ে কোনও উল্লেখ না থাকায় কর্মচারী মহলে রয়েছে ক্ষোভ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *