কলকাতা: বিএসএনএলে অবশেষে ফেব্রুয়ারি মাসের বেতন হল শুক্রবার। এদিন সংস্থার তরফে জানানো হয়েছে, সব কর্মীর ফেব্রুয়ারি মাসের বেতন দিয়ে দেওয়া হয়েছে।
এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় প্রায় ১.৭৬ লক্ষ কর্মচারীর বেতন বন্ধ ছিল। তবে একই সঙ্গে বিএসএনএল দাবি করেছে, সাম্প্রতিক আর্থিক টালবাহানা সংস্থার পরিষেবায় কোনও প্রভাব ফেলবে না। বাজার ধরতে সব রকমের চেষ্টা চালিয়ে যাবে তারা। এর আগে সংস্থার সিএমডি অনুপম শ্রীবাস্তব জানিয়েছিলেন, সংস্থার নিজস্ব নগদ জোগান থেকে ৮৫০ কোটি টাকার বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে।