কলকাতা: দীর্ঘ মামলার জট মাথায় নিয়ে চলছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ পর্ব৷ ইন্টারভিউ প্রক্রিয়ায় ২৪ হাজার ৫৬৪ চাকরিপ্রার্থীকে ডেকেছে স্কুল সার্ভিস কমিশন৷ আগামী ১৫ জুলাইয়ের পর্যন্ত চলবে ইন্টারভিউ পর্ব৷ কিন্তু, এই ইন্টারভিউ পর্ব ঘিরে এবার অব্যবস্থার অভিযোগ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে৷
অভিযোগ, দিন কয়েক ধরে বৃষ্টি চললেও চাকরিপ্রার্থীদেক মাথার উপর একটি ছাউনির ব্যবস্থা টুকু করা হয়নি৷ বৃষ্টি হোক কিংবা রোদ, রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে চাকরিপ্রার্থীদের৷ তবে, অচার্য সদনের মধ্যে ছোট ছাউনি খাটিয়ে ২০-২৫টি বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হলেও দপ্তরের বাইরে লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছে চাকরিপ্রার্থীদের৷ খোলা আকাশের নীচে রাস্তায় উপর বসে বসেই ইন্টারভিউ পর্বের অপেক্ষা করতে হচ্ছে তাঁদেক৷
সল্টলেক করুণাময়ীর আনন্দলোক হসপাতালের পাশে আচার্য্য সদনের অষ্টম তল পর্যন্ত উঠতে হচ্ছে সিঁড়ি ভেঙে৷ চাকরিপ্রার্থীদের লিফট ব্যবহারের কোনও অনুমতি দেওয়া হয়নি৷ অসুস্থতার প্রমাণপত্র দেখালে তবেই মিলছে লিফট ব্যবহারের অনুমতি৷ হবু শিক্ষকদের সঙ্গে এমন অমানবিক আচরণের তীব্র ধিক্কার জানিয়েছেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার৷ এই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন৷