Lockdown 2.0: সংকটে ১ কোটি কর্মীর ভবিষ্যৎ, চরম আশঙ্কা FICCI-এর

Lockdown 2.0: সংকটে ১ কোটি কর্মীর ভবিষ্যৎ, চরম আশঙ্কা FICCI-এর

নয়াদিল্লি:  প্রাইভেট সিকিউরিটি সহ আউটসোর্সড সার্ভিস সেক্টরগুলির কর্মীদের বেতনে ভর্তুকি এবং জিএসটি ছাড়ের পক্ষে সরব হল ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)৷ 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে লেখা এক চিঠিতে এফআইসিসিআই-এর চেয়ারম্যান ঋতুরাজ সিনহা বলেন, এই সেক্টরগুলিতে প্রায় ১ কোটি স্বতন্ত্র কর্মী রয়েছে৷ গ্রাহকরা এই কর্মীদের ছাঁটাই করলে বা বেতন দিতে দেরি করলে সমস্যায় পড়তে হবে তাঁদের৷ ঋতুরাজ আরও বলেন, ‘‘আমাদের ব্যবসার মডেল অনুযায়ী ১০০ টাকা উপার্জন হলে, তার মধ্যে ৯০ টাকাই চলে যায় কর্মীদের মজুরিতে৷ বাকি ৫ থেকে ৭ টাকা যায় শাখা অফিস এবং ব্যাক অফিস খাতে৷ প্রথম সারির কর্মীদের জন্য অন্যান্য প্রশাসনিক কাজে চলে যায় ৩ থেকে ৫ টাকা৷ ফলে মোট লাভ থাকে মাত্র ১ থেকে ২ শতাংশ৷’’ 

করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে বিভিন্ন ক্ষেত্রে যেমন-হোটেল, টেলিকম বা আবাসিক সমিতিগুলিতে অর্থনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে৷ সবার আগে যার মাশুল গুণতে হবে এই আউটসোর্সড কর্মীদের৷ 
ইতিমধ্যেই আউটসোর্সড সংস্থার গ্রাহকরা তাঁদের কর্মীদের আগামী ৩ থেকে ৪ মাস বেতন দিতে দেরি হবে বলে জানিয়েছেন৷ এমনকী কোনও কোনও ক্ষেত্রে কর্মী সংখ্যা কমানোর চিন্তাভাবনাও করা হচ্ছে৷ ফলে আগামী কয়েক মাস এই সংস্থাগুলির আয় ২৫ থেকে ৫০ শতাংশ কমতে চলেছে বলে মনে করা হচ্ছে৷    
এই পরিস্থিতিতে সরাসরি কাজ হারাবেন সিকিউরিটি গার্ড, সাফাইকর্মী, এটিএম টেকনিশিয়ান এবং অন্যান্য কিছু ক্ষেত্রের লক্ষাধিক কর্মী৷ কারণ সকলেই কর্মী ছাটাইয়ের পথে হাঁটতে শুরু করে দিয়েছে৷ পরিস্থিতি বিবেচনা করে এফআইসিসিআই প্যানেলের সুপারিশ, এই বিপুল সংখ্যক কর্মীর কথা ভাবা হোক৷ তাঁদের অনুরোধ, প্রাইভেট সিকিউরিটি, সাফাইকর্মী, হাউস কিপিং, ক্যাস লজিস্টিক সহ বিভিন্ন সংস্থা যেখানে হাজারেরও বেশি কর্মী রয়েছে, সেখানে মজুরিতে ভর্তুকি দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করুক সরকার৷ 
জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের পাশাপাশি, সিকিউরিটি গার্ড, সাফাইকর্মী, এটিএম গার্ড এবং ক্যাশ ভ্যান কর্মীদের ৫০ লক্ষ টাকার ‘কোভিড-১৯ স্বাস্থ্য বিমা’ সুরক্ষা দেওয়ার পক্ষেও সওয়াল করেছেন সিনহা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *