কলকাতা: এবার রাজ্য সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ‘প্রতিশ্রুতি ভঙ্গ দিবস’ পালন করতে চলেছেন রাজ্যের কয়ের হাজার পার্শ্ব শিক্ষক৷ দীর্ঘ ১০ বছরের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে বুধবার থেকে সোমবার পর্যন্ত ‘প্রতিশ্রুতি ভঙ্গ দিবসে’র ডাক দেওয়া হয়েছে৷ সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘প্রতিশ্রুতি ভঙ্গে’র অভিযোগ তুলে পথে মানারও আহ্বান জানানো হয়েছে৷ কিন্তু, হঠাৎ কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘প্রতিশ্রুতি ভঙ্গে’র অভিযোগ তুললেন পার্শ্ব শিক্ষকরা?
এবিষয়ে পার্শ্ব শিক্ষকদের অধিকারের দাবিতে লড়াই চালিয়ে যাওয়া শিক্ষক মধুমিতা বন্দ্যোপাধ্যায়, ভগীরথ ঘোষ, প্রবীর দাস, বৈশাখী চট্টোপাধ্যায়, মাসুদ হাসান জানিয়েছেন, ‘‘আপনারা সকলেই জানেন, ২০০৯ সালের ৬ ফেব্রুয়ারি, রানি রাসমণি রোডে অনুষ্ঠিত পার্শ্ব শিক্ষকদের এক সভায় তৎকালীন বিরোধী দলনেত্রী তথা বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, তৃণমূল সরকার ক্ষমতায় এলে পার্শ্ব শিক্ষকদের স্থায়ী ভাবে নিয়োগ করা হবে৷ তিনি আরও বলেছিলেন, পার্শ্ব শিক্ষকদের দাবি ও আন্দোলন যুক্তিসঙ্গত৷ আগামী ৬ ফেব্রুয়ারি, ২০১৯ যার ১০ বছর পূর্তি হচ্ছে৷ কিন্তু এখনও পর্যন্ত তাঁর সেই প্রতিশ্রুতি কার্যকর হয়নি৷ ২০০৯ সালের প্রতিশ্রুতি পূরণ না হওয়ার প্রতিবাদে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আহ্বানে আগামী ৬ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা প্রতিশ্রুতি ভঙ্গ দিবস পালন করব৷’’