নয়াদিল্লি: দেশের স্টার্টআপ সংস্থাগুলি যাতে ভালোভাবে কাজ করতে পারে, তার জন্য খোলা হল ফেসবুক হাব৷ ভারতের নয় শহরে এই কর্মশালার সূচনা হয়েছে। দিল্লি, গুরগাঁও, নয়ডা, বেঙ্গালুরু, মুম্বই, হায়দারাবাদ, পুণে, নাভি মুম্বাই এবং গোয়াতে কাজ শুরু করল ফেসবুক হাব৷ নতুন সংস্থা খুলে যারা এগোতে চাইছেন তাঁদের প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে অন্য কাজ হবে এই সেন্টারে৷
এক বছর ধরে এই প্রশিক্ষণ শিবির চালানোর জন্য কয়েকটি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ফেসবুক। এর মূল লক্ষ্য দক্ষ কর্মী তৈরি করা। এছাড়া নতুন ব্যবসা শুরু করলে কী কী ধরনের সমস্যায় পড়তে হয় তাও তুলে ধরা হচ্ছে৷ ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ফেসবুকের প্রোডাক্ট ডিপার্টমেন্টের প্রধান সত্যজিৎ সিংহ জানান, যাঁরা নতুন কোনও সংস্থা তৈরি করতে চাইছেন তাদের পরিকাঠামো থেকে শুরু করে অন্যান্য বিষয় নিয়েই আমাদের কাজ৷ গোটা পৃথিবীর হাল হকিকত সম্পর্কে তরুণদের অবহিত করা আমাদের দায়িত্ব৷ তিনি জানান, দেশের বাইরে এরকম বহু সংস্থাকে সাহায্য করেছে ফেসবুক৷ এবার তাঁরা ভারতে কাজ শুরু করলেন৷ সত্যজিৎ মনে করেন দেশের বহু তরুণ তরুণী তাঁদের প্রশিক্ষণে লাভবান হবেন৷