রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর অর্থ দপ্তরের, জারি বিজ্ঞপ্তি

রাজ্য সরকারি কর্মীদের ই-সার্ভিস বুকে তথ্য নথিভুক্তকরণের সয়ময়সীমা আরও কিছুদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য অর্থ দপ্তর৷ এই সংক্রান্ত একটি বিবৃতিতে বলা হয়েছে৷

কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের ই-সার্ভিস বুকে তথ্য নথিভুক্তকরণের সয়ময়সীমা আরও কিছুদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য অর্থ দপ্তর৷ এই সংক্রান্ত একটি বিবৃতিতে বলা হয়েছে৷

রাজ্যের সরকারি কর্মীদের চাকরি জীবনের তথ্য হাতে লেখার পরিবর্তে এখন থেকে ‘ই–সার্ভিস বুক’ অর্থাৎ ডিজিটাল উপায়ে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন৷ এই প্রক্রিয়ার মাধ্যমে চাকরীজীবি  ও অবসরজীবনে কর্মীদের স্বস্তি দিতেই সব স্তরের কর্মচারীদের জন্য ই-সার্ভিস বুকে খুব সহজে ও কম সময়েই  তথ্য জমা করা যাবে৷  এই তথ্য আগের থেকে আরও বেশি সুরক্ষিতও থাকবে৷ গত ৫ নভেম্বর অর্থদপ্তর এব্যাপারে নির্দেশিকা জারি করে৷ সার্ভিস বুকে সংশ্লিষ্ট কর্মীর চাকরিতে যোগদানের তারিখ, পদোন্নতি, বেতনবৃদ্ধি, ছুটির বিবরণ, বদলির বৃত্তান্ত-সহ বহু গুরুত্বপূর্ণ তথ্য থাকে৷

এতদিন প্রচলিত হাতে লেখা সার্ভিস বুক নিয়ে কর্মী ও আধিকারিকদের  নানা সময়ে সমস্যায় পড়তে হয়েছে৷ যেমন অনেক সময় সংশ্লিষ্ট কর্মীর প্রয়োজনীয় তথ্য ঠিক সময়ে অন্তর্ভুক্ত না করার প্রবণতা দেখা গেছে৷ সার্ভিস বুকে অসম্পূর্ণতা, তথ্যগত ভুলও থেকে গেছে৷ এমনকি সার্ভিস বুক হারিয়ে বা  সার্ভিস বুক ক্ষতিগ্রস্ত হওয়ার মত ঘটনাও ঘটেছে৷ সার্ভিস বুকে অসঙ্গতির কারণে বিভিন্ন সময় কর্মীদের অসবরের পর প্রাপ্য সুযোগ-সুবিধা পেতে অহেতুক বিলম্ব হয়৷ ই-সার্ভিস বুকে তথ্য থাকলে এই ধরনের সমস্ত সমস্যা এড়ানো সম্ভব হবে৷ বিজ্ঞপ্তি জারি করে রাজ্য অর্থ দপ্তর জানিয়েছে, ই-সার্ভিস বুকে তথ্য নথিভুক্তকরণের প্রক্রিয়া ৩১ ডিসেম্বর ২০১৯ থেকে বাড়িয়ে ১১ জানুয়ারি ২০২০ পর্যন্ত করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *