স্বাধীনতা দিবসে ১ লক্ষ নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসে ১ লক্ষ নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সীমান্ত ও উপকূলবর্তী এলাকাগুলিতে এনসিসির এক লক্ষ ক্যাডেটকে নিয়োগ করা হবে বলে আজ লাল কেল্লা থেকে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদের মধ্যে এক তৃতীয়াংশ জায়গা পাবেন তরুণীর৷ এদের প্রশিক্ষণ দেবে সেনা, নৌসেনা ও বায়ুসেনা৷ আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এনসিসি ক্যাডেটদের দেশ সেবার কাজে আরও এগিয়ে আসার বড়সড় সুযোগ দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ আজ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে লাল কেল্লায় উপস্থিত ছিলেন ৫০০ এনসিসি ক্যাডেট৷

আজ লালকেল্লায় সপ্তমবারের জন্য জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণদেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী৷ সেখানে বেশ কিছু বিষয়ে আলোকপাত করেন তিনি৷ দেশ সেবার কাজে এনসিসির ক্যাডেটরা আরও যাতে সক্রিয় অংশগ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷

লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রীর ঘোষণা, ‘‘আমাদের যে সীমান্ত এলাকা আছে, সেখানে ১৭৩টি জেলা আছে৷ আগামী দিনে এই সমস্ত জেলায় এনসিসির বিস্তার করা হবে৷ ওই সমস্ত সীমান্তবর্তী জেলাগুলিতে মোতায়েন করা হবে এনসিসি ক্যাডেটদের৷ আমরা এক লাখের কাছাকাছি নতুন এনসিসি ক্যাডেট নিয়োগ করব৷ সেখানে এক তৃতীয়াংশ আমার মেয়েরা থাকবে৷’’

যদিও এর আগে সেনাবাহিনীতে শর্ট সার্ভিস চালু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র৷ সেখানে অসাধারণ যুবক-যুবতীরা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন৷ ভারতীয় সেনার শক্তি বাড়াতে শর্ট সার্ভিস চালু করার পাশাপাশি এবার এনসিসির প্রশিক্ষিত ক্যাডেটদের সীমান্ত সুরক্ষার দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী এই ঘটনায় বেশ উচ্ছ্বসিত এনসিসি ক্যাডেটরা৷ যদিও ভারতীয় সেনাবাহিনীতে এনসিসি ক্যাডেটদের বেশ কিছু অগ্রাধিকার দেওয়া হয়৷ এ, বি, সি এই তিনটি সার্টিফিকেট থাকলে সেনাবাহিনীতে বেশ কিছু ছাড় দেওয়া হয় এনসিসি প্রশিক্ষিত ক্যাডারদের৷ এবার সীমান্ত সুরক্ষায় এনসিসি ক্যাডেটদের মোতায়ন ও নিয়োগ ঘোষণা নতুন মাত্রা যোগাল বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷  -ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − four =