কলকাতা: রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী নতুন বছর থেকে রাজ্য সরকারি ও সাহায্য প্রাপ্ত স্কুলে শিক্ষক ও শিক্ষা কর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে৷ স্বভাবত খুশির মেজাজ শিক্ষক মহলে৷ তবে কয়েকদিন যাবত একটি অপ্রত্যাশিত সমস্যা তৈরি হয়েছে, এই বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে৷
চলতি মাসের ৮ তারিখে শিক্ষা দফতর থেকে জানানো হয়, শিক্ষা দফতরের অনলাইন নিবন্ধীকরণ ওয়েব পোর্টালে শিক্ষকদের বেতন হিসেবের আপলোড করতে হবে৷ কিন্তু বিগত কয়েক দিন যাবত নেটওয়ার্কের সমস্যা ও পোর্টাল মন্থর গতির জন্য এই আপলোড প্রক্রিয়া স্থগিত হয়ে রয়েছে৷ আর তার জেরে বর্ধিত বেতন পাওয়া নিয়ে চিন্তায় পড়েছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা৷
নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা করতে না পারলে বেতন বৃদ্ধির প্রক্রিয়া আটকে যেতে পারে৷ এই সমস্যার কথা জানিয়ে এদিন মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির কর্মকর্তা অনিমেষ হালদার জানালেন, তাঁদের বেতন হয় অনলাইনে৷ তাই বেতন সংক্রান্ত নথির অনলাইন নিবন্ধকরণের বিষয়ে রাজ্য সরকার তাঁদের আগে থেকে হাতে কলমে শিখে নেওয়ার সুযোগ দিলে তাঁরা উপকৃত হতেন৷ কর্মচারীদের এই অসন্তোষে সরকার কতটা সক্রিয় ভূমিকা পালন করে এখন সেটাই দেখার৷