কলকাতা: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বৈঠক নজরুল মঞ্চ থেকে শিক্ষকদের গ্রেড-পে বৃদ্ধির ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষামন্ত্রীর ওই ঘোষণার পর এবার সরকারি ভাবে বিজ্ঞপ্তি দিয়ে গ্রেড-পে বৃদ্ধির ঘোষণা রাজ্য শিক্ষা দপ্তরের৷ সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঠিক কত টাকা বাড়ছে শিক্ষকদের বেতন?
শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দুপ্তরের তরফে জানানো হয়, রাজ্যপাল প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির সুপারিশ অনুমোদন নিয়েছে৷ প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে ২৬০০ টাকা থেকে পে-ব্রান্ড-টু ৩৬০০ টাকা করা হচ্ছে পে-ব্রান্ড-থ্রিতে৷ অপ্রশিক্ষিত শিক্ষকদের গ্রেড-পে ২৩০০টাকা থেকে ২৯০০টাকা করা হচ্ছে৷ আগামী পয়লা অগস্ট থেকে কার্যকর হবে৷ নতুন গ্রেড পে কার্যকর হলে প্রাথমিক শিক্ষক পদে কাজে যোগ দিলেই ২১ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার ৯৭০ হাজার টাকা বেতন পাওয়া যাবে৷
হিসাব বলছে, অপ্রশিক্ষিত শিক্ষকদের বেতন হবে, পে-ব্যান্ড ৬ হাজার ৭০০ টাকা৷ গ্রেড পে ২৯০০ টাকা৷ মহার্ঘ ভাতা বাবদ (১২৫ শতাংশ) ১২ হাজার টাকা৷ বাড়ি ভাড়া বাবদ ১৫ শতাংশর হিসাবে ১৪৪০ টাকা৷ সঙ্গে মেডিক্যাল বাবদ ৩০০ টাকা৷ সব মিলিয়ে ২৩ হাজার ৩৪০ টাকা পাবেন অপ্রশিক্ষিত শিক্ষকরা৷
প্রশিক্ষিত শিক্ষকরা পাবেন, পে ব্যান্ড ৭ হাজার ৪৪০ টাকা৷ গ্রেড পে বাবদ ৩ হাজার ৬০০টাকা৷ মহার্ঘ ভাতার ১২৫ শতাংশ বাবদ ১৩ হাজার ৮০০টাকা৷ হাউস রেন্টের ১৫ শতাংশ বাবদ ১ হাজার ৬৫০ টাকা৷ মেডিক্যাল অ্যালাউন্স বাবদ ৩০০ টাকা৷ সব মিলিয়ে ২৬ হাজার ৭৯৬টাকা৷