ESI সংক্রান্ত সুখবর শোনাল কেন্দ্র, বাড়তে পারে বেতন

নয়াদিল্লি: ইএসআইয়ের যোগাদানের মাত্রা বেশ খানিকটা কমাল কেন্দ্র৷ এতদিন সাধারণ চাকরিজীবীদের ইএসআই বাদব মূল বেতনের ৬.৫ শতাংশ জমা করাতে হত৷ কিন্তু, আগামী পয়লা জুলাই থেকে ইএসআইয়ের যোগাদানের মাত্রা কমিয়ে করা হচ্ছে ৪ শতাশ৷ নয়া এই ব্যবস্থা কার্যকর হলে ৩.৬ কোটি কর্মী ও ১২.৮৫ লক্ষ নিয়োগকারী সুবিধা পাবেন৷ ইএসআই খাতে টাকা কম কাটার ফলে, মাস শেষে

9311993d0d6ac3ac1610825a884706cc

ESI সংক্রান্ত সুখবর শোনাল কেন্দ্র, বাড়তে পারে বেতন

নয়াদিল্লি: ইএসআইয়ের যোগাদানের মাত্রা বেশ খানিকটা কমাল কেন্দ্র৷ এতদিন সাধারণ চাকরিজীবীদের ইএসআই বাদব মূল বেতনের ৬.৫ শতাংশ জমা করাতে হত৷ কিন্তু, আগামী পয়লা জুলাই থেকে ইএসআইয়ের যোগাদানের মাত্রা কমিয়ে করা হচ্ছে ৪ শতাশ৷  নয়া এই ব্যবস্থা কার্যকর হলে ৩.৬ কোটি কর্মী ও ১২.৮৫ লক্ষ নিয়োগকারী সুবিধা পাবেন৷ ইএসআই খাতে টাকা কম কাটার ফলে, মাস শেষে খানিকটা বাড়তি বেতন হাতে পারেন কর্মীরা৷

এই মুহূর্তে সর্বোচ্চ ২১ হাজার টাকা মাসিক বেতন পাওয়া কর্মীরা ইএসআইয়ের স্বাস্থ্যবিমার আওতায় পড়েন৷ ইএসআই অ্যাক্ট ১৯৪৮ আইন অনুযায়ী চিকিৎসা, মাতৃত্ব, অক্ষমতা-সহ স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা পান কর্মীরা৷ ইএসআই মূলত রাজ্য বীমা কর্পোরেশনের দ্বারা পরিচালিত হয়ে থাকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *