বেহাল কর্মসংস্থান! কর্মহীন ১২ কোটিরও বেশি ভারতীয়: রিপোর্ট

বেহাল কর্মসংস্থান! কর্মহীন ১২ কোটিরও বেশি ভারতীয়: রিপোর্ট

নয়াদিল্লি: আশঙ্কা আগেই ছিল৷ এবার তা কার্যত সত্যি হওয়ার পথে৷ চতুর্থ দফার লকডাউন পর্ব কাটিয়ে প্রথম দফায় আনলক ওয়ান শুরুতে জনজীবন স্বাভাবিক হলেও কিছুই নিয়ন্ত্রণে আসছে না বেহাল অর্থনীতির কর্মসংস্থানের হাল৷ দীর্ঘ লকডাউনের জেরে শুধুমাত্র গত এপ্রিল মাসে কাজ হারালেন অন্তত ১২ কোটি ২০ লক্ষ ভারতীয়৷ এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি নামে এক সংস্থার৷

ওই সংস্থার তরফে রিপোর্ট প্রকাশ করে জানানো হয়েছে, লকডাউন পর্বে সবথেকে বেশি ক্ষতি হয়েছে দিনমজুর ও ছোট ব্যবসারা৷ ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই কাজে যুক্ত কর্মীরাও৷ তালিকায় রয়েছেন হকার থেকে শুরু করে রাস্তার ধারে পসরা সাজিয়ে বসা বিক্রেতারা৷ নির্মাণ সংস্থার কর্মী থেকে হস্তশিল্পী ও রিকশাচালক ক্ষতিগ্রস্ত বলে জানানো হয়েছে৷

করোনা মহামারীর জেরে গোটা বিশ্বের প্রায় ৪ কোটি ৯০ লক্ষ মানুষের আয় কমে গিয়েছে৷ দৈনিক দু’ডলারের কম তাঁদের আয় দাঁড়িয়েছে৷ প্রবল দারিদ্র্যের মধ্যে ডুবে গিয়েছেন তাঁরা৷ যদিও বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, প্রায় ১ কোটি ২০ লক্ষ ভারতীয় এ বছর দারিদ্র্য সীমায় নিচে চলে যাবে৷ চলতি বছরে কর্মসংস্থানের হাল কোনও ভাবেই যে উন্নতি না, তা মানছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eleven =