নতুন ব্যবসা শুরু করতে চান? ২ লক্ষ টাকা ঋণ দিচ্ছে রাজ্য, বিজ্ঞপ্তি নবান্নের

নতুন ব্যবসা শুরু করতে চান? ২ লক্ষ টাকা ঋণ দিচ্ছে রাজ্য, বিজ্ঞপ্তি নবান্নের

 

কলকাতা: শিক্ষক নিয়োগ-সহ রাজ্যের সরকারি দফতরে সমস্ত শূন্যপদে কর্মী নিয়োগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা৷ করোনা আবহে বিজেপির এই কর্মসূচি ঘিরে নতুন করে মাত্রা পেয়েছে বাংলার কর্মসংস্থানের প্রসঙ্গ৷ এবার বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে কর্মসংস্থান ইস্যুতে নয়া প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার৷ পুজোর আগে চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিয়ে কর্মসাথী প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করল নবান্ন৷ মিলবে ২ লক্ষ টাকা ঋণের সুযোগ৷

রাজ্য সরকারের কর্মসাথী প্রকল্পের আবদের জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার৷ যুবসমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এই প্রকল্প ঘোষণা করা হয়েছিল৷ এমএসএমই দফতরের মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ চাওয়া হয়েছে আবেদন৷ দু’লক্ষ টাকার ঋণ পেতে করা আবেদনপত্র খতিয়ে দেখতে জেলা ও ব্লকস্তরে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

মুখ্যমন্ত্রী গত মে মাসের মাঝামাঝি সময়ে ঘোষণা করেছিলেন কর্মসাথী প্রকল্প৷ বেকার যুবক-যুবতীদের জন্য এই প্রকল্প ঘোষণা করা হয়েছিল৷ ১৮ থেকে ৫০ বছরের মধ্যে যে কোনও ব্যক্তি এই কর্মসাথী প্রকল্পের আত্মনির্ভর হওয়ার সুযোগ পাবেন৷ রাজ্যে যে সমস্ত বেকার যুবক যুবতীরা আবেদন করবেন, তাঁদের ব্যবসায় উৎসাহিত করতে দু’লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে৷ থাকবে ভর্তুকি৷ তিন বছরের মেয়াদে এই ঋণ নেওয়া হবে৷ রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এমএসএমই অন্তর্ভুক্ত হয়ে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন৷

বিজ্ঞপ্তি রাজ্যের

গত ৯ সেপ্টেম্বর জারি হওয়া এই প্রকল্পের গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে৷ তাতে জানানো হয়েছে, যুবসমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য জেলা ও ব্লক স্তরের কমিটি গঠন করে তাদের আবেদন খতিয়ে দেখা হবে৷ ডিএমদের তত্ত্বাবধানে এই কমিটি কাজ করবে৷ এই প্রকল্পে যত আবেদন জমা পড়বে, তা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে ওই কমিটি৷ কর্মসাথী প্রকল্পের গেজেট নোটিফিকেশন জারি করার মাধ্যমে যুবক-যুবতীদের কর্মসংস্থান করা যাবে বলে মনে করছে রাজ্য সরকার৷

অন্যদিকে বাংলায় শিক্ষক নিয়োগ ও সরকারি সমস্ত দফতরে শূন্যপদে কর্মী নিয়োগের দাবি জানিয়ে আগামী ৬ অক্টোবর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা৷ বিজেপির অভিযোগ, রাজ্য সরকার গত ৯ বছরে কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ৷ আর সেই কারণে পুজোর আগে নবান্ন অভিযান৷

যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছে, বাংলায় বেকারত্ব ৪০% কমেছে৷ ১ কোটি ৩৬ লাখ বেকার যুবক যুবতীকে কর্মসংস্থান দিয়েছে রাজ্য সরকার৷ এবার বিধানসভা নির্বাচনের আগে যুবসমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কর্মসাথী প্রকল্পের গেজেট নোটিফিকেশন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − nine =