বাংলায় বেকারত্বের সর্বকালীন রেকর্ড! দেশের তুলনা টেনে ‘গর্বিত’ অর্থমন্ত্রী!

বাংলায় বেকারত্বের সর্বকালীন রেকর্ড! দেশের তুলনা টেনে ‘গর্বিত’ অর্থমন্ত্রী!

কলকাতা: দীর্ঘ লকডাউনের জেরে আগেই  মুখ থুবড়ে পড়েছিল দেশের অর্থনৈতিক৷ মন্দা অর্থনীতিকে চাঙ্গা করতে আনলক ওয়ান পর্বে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন৷ কিন্তু জনজীবন স্বাভাবিক হলেও অর্থনীতিতে যে বিপুল ক্ষতি হয়ে গিয়েছে, তা আরও একবার পরিষ্কার হয়ে গেল মূল্যায়ন সংস্থার সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমির (CMIE) গত মে মাসে রিপোর্টে৷ সেখানে দেশ ও বাংলার বেহাল বেকারত্বের পরিসংখ্যান উঠে এসেছে৷ দেশ ও রাজ্যের বেকারত্বের পরিসংখ্যান লাফিয়ে বললেও কেন্দ্রের বেকারির পরিসংখ্যানের তুলনা টেনে বাংলার অবস্থা ‘মন্দের ভালো’ বলে টুইটে বার্তা দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র৷

মূল্যায়ন সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমির (CMIE) পরিসংখ্যান বলছে, মে মাসে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ১৭.৪১ শতাংশ। দেশে ২৩.৪৮ শতাংশ৷ গত মার্চ মাসের পরিসংখ্যান বলছে, গোটা দেশে বেকারত্বের হার ছিল ৮.৭৫ শতাংশের কাছাকাছি৷ এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় ২৩.৫২ শতাংশে৷ মে মাসে তা লাফিয়ে বেড়েছে ২৩.৪৮ শতাংশ৷ পরিসংখ্যান বলছে, দেশে ঠিক যে হারে বেকারি বেড়েছে, ঠিক একই ভাবে বাংলায় লাফিয়ে বেড়েছে বেকারত্বের সংখ্যা৷

সিএমআইইয়ের রিপোর্ট বলছে, গত ডিসেম্বর মাসে বাংলায় বেকারত্বের হার ছিল ৬.২ শতাংশ৷ জানুয়ারি মাসে তা বেড়ে দাঁড়ায় ৬.৯ শতাংশে৷ ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়ায় মাত্র ৪.৯ শতাংশে৷ মার্চে বেকারি বেড়ে দাঁড়ায় ৬.৯ শতাংশ৷ বেকারত্বের সূচক বাড়তে থাকে মার্চ থেকেই৷ এপ্রিল ও মে মাসে  একলাফে বাংলায় বেকারত্বের হার দাঁড়িয়েছে ১৭.৪ শতাংশ৷ ২০১৬ সাল থেকে যা সর্বোচ্চ৷ যদিও সিএমআইইয়ের রিপোর্টে ২০১৬ সালের আগের কোনও তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

বাংলার পাশাপাশি বেকারত্বের হিসাবে রেকর্ড গড়েছে আরও বেশ কিছু রাজ্য৷ বেকারত্বের হার সববেশি ঝাড়খণ্ডে৷ ৫৯.২ শতাংশ৷ এরপর পুদুচেরি৷ সেখানে বেকারি বেড়ে দাঁড়িয়েছে ৫৮.২ শতাংশ৷ বিহারে ৪৬.২ ও দিল্লি ৪৪.৯ বেকারত্বের হার বেড়েছে৷